শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত গুলি কি কি ?

Q. শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত গুলি কি কি ?

i) আলােকরশ্মি নির্গমনের ছিদ্রপথটি খুব সূক্ষ্ম হওয়া প্রয়ােজন। তা না হলে অনেক আলােকরশ্মি ছিদ্রের মধ্য দিয়ে এসে প্রিজমে পড়ে অশুদ্ধ বর্ণালি গঠন করবে।

ii) ছিদ্রটিকে প্রথম লেন্সের ঠিক ফোকাসে রাখতে হবে যাতে প্রথম লেন্স থেকে নির্গত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়।

iii) প্রিজমটিকে হলুদ বর্ণের আলাের জন্য ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখতে হবে।

iv) পর্দাকে দ্বিতীয় লেন্সের ফোকাসতলে রাখতে হবে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.