সেপ্টেম্বর হত্যাকান্ড কি ? সেপ্টেম্বর হত্যাকান্ড কবে সংঘটিত হয় ?

Q. সেপ্টেম্বর হত্যাকান্ড কি ?

উঃ দ্বিতীয় ফরাসী বিপ্লবের পর প্যারিসের বিপ্লবী কমিউন বাড়ি বাড়ি তল্লাশি করে সন্দেহভাজন প্রতি-বিপ্লবীদের গ্রেফতার করে।

বিপ্লববিরােধী বহু অভিজাত ও রাজতন্ত্রীদের কারারুদ্ধ করা হয়। কারাগারে তাৎক্ষণিক বিচার পর্ব শেষ করে অপরাধীদের মৃত্যুদন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু ১৭৯২ খ্রিঃ ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর উন্মত্ত জনতা কারাগারে ঢুকে পড়ে প্রায় ১২০০ বন্দীকে হত্যা করে। এই ঘটনা ‘সেপ্টেম্বর হত্যাকান্ড’ নামে পরিচিত।

সেপ্টেম্বর হত্যাকান্ড ফরাসি রাজতন্ত্রের উচ্ছেদকে সম্পূর্ণ করল।

Q. সেপ্টেম্বর হত্যাকান্ড কবে সংঘটিত হয় ?

Ans: 1972 খ্রিঃ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.