Q. সম্পূর্ণ ফুল কাকে বলে ?
উত্তর: সম্পূর্ণ ফুল: যেসব ফুলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক—এই চারটি স্তবকই বর্তমান তাদের সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বলে।
উদাহরণ : জবা, মটর, অপরাজিতা, সরিষা ইত্যাদি গাছের ফুল।
Q. অসম্পূর্ণ ফুল কাকে বলে ?
উত্তর: অসম্পূর্ণ ফুল: যেসব ফুলে চারটি স্তবকের (বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র) মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত তাদের অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার বলে।
উদাহরণ: কুমড়ো, পেঁপে, বনতুলসী, মুক্তাঝুরি ইত্যাদি গাছের ফুল।