সর্পগন্ধার ব্যবহৃত অংশ কোনটি? সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম কি?

সর্পগন্ধার ব্যবহৃত অংশ:

সর্পগন্ধার সাধারণ পরিচিতি: সর্পগন্ধা দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। এর পাতাগুলি বর্শার ফলার ন্যায়। ফুলগুলি গােলাপি রঙের হয়। এর ফলগুলির আকৃতিগােল। বর্ষাকালে গাছে ফল হয়, ফল পাকলে লাল রং ধারণ করে। সর্পগন্ধা গাছ 1 – 3 ফুট পর্যন্ত লম্বা হয়।

সর্পগন্ধার ভেষজ গুণ ও ব্যবহার:-

(1) সর্পগন্ধা থেকে প্রাপ্ত উপক্ষার রক্তচাপ নিয়ন্ত্রণে এবং উত্তেজনা প্রশমনে সহায়তা করে।

(2) সর্পগন্ধা থেকে প্রাপ্ত টনিক কৃমিনাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

(3) সর্পগন্ধার নির্যাস স্নায়বিক দুর্বলতা রােধে এবং অনিদ্রা ও মস্তিষ্ক বিকৃতি জনিত রােগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

(4) সর্পগন্ধা পাতার রস চোখের বিভিন্ন রােগে ব্যবহৃত হয়।

(5) জ্বর এবং পেটের রােগ নিবারণে সর্পগন্ধার মূল বেটে রােগীকে খাওয়ানাে হয়।

সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম কি?

Ans: Indian snakeroot,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.