ক্রিস্টোফার কলম্বাস এর জীবনী: ভূমিকা : স্পেনের নেতৃত্বে ভৌগােলিক আবিষ্কার প্রসঙ্গে যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন ক্রিস্টোফার কলম্বাস প্রকৃতপক্ষে ভৌগােলিক আবিষ্কারের ক্ষেত্রে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে তিনি বিখ্যাত হয়ে আছেন।
কলম্বাস এর জীবনী
প্রথম জীবন : ইতালির জেনোয়া বন্দরে এক সাধারণ তাঁতি পরিবারে ১৪৪১ খ্রি তিনি জন্মগহণ করেন।
তার পিতার নাম ছিল জেমেনিকো কলম্বাস শৈশব থেকেই দুঃসাহসী কলম্বাস স্পেনের নৌবাহিনীতে নাবিকের কাজ শুরু করেন।
স্পেনের রাজা ও রাণির পৃষ্ঠপােষকতা : সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে কলম্বাস স্পেনের রাজা ফার্ডিনা এবং রাণি ইসাবেলার পৃষ্ঠপােষকতা লাভ করেন।
অভিযানের সূচনা : স্পেনের রাজাও রাণির উৎসাহও সহযােগিতানিয়ে তিনি ১৪৯২ খ্রিস্টাব্দের ৩রা আগস্ট ভােরে স্পেনের পালস বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেন। সঙ্গে ছিল— সান্তামারিয়া, পিনা ও নিনা নামে তিনটি জাহাজ এবং ৮৭ জন নাৰিব।
অভিযানের বর্ণনা: একটানা আড়াই মাস অভিযান চালানাের পর ১৪৯২ -এর ২০শে নভেম্বৰতিনি আমেরিকার বাহামা দ্বীপে এসে পৌছান।
তিনি ভাবলেন এটাই হলাে ভারত। তিনি এই ভূখন্ডের নাম দেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ।
এবং এখানকার তামাটে ও লালবর্ণ অধিবাসীদের নাম দেন ‘রেড ইন্ডিয়ান।
অভিযান থেকে প্রত্যাবর্তন: কলম্বাসের সান্তামারিয়া জাহাজ হিসপ্যানিওলা দ্বীপের বালুচরে আটকে যাওয়ায় তিনি স্বদেশে ফিরে আসেন।
উল্লেখ্য, মৃত্যুর আগে পর্যন্তকলম্বাস জানতেন না যে তিনি একটি ‘New World অর্থাৎ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছেন।