ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় ?

ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় ?

ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান শাসক (Chief Executive) থেকে শুরু করে প্রশাসনিক কার্যে নিযুক্ত সাধারণ কর্মচারী পর্যন্ত সবাইকেই বােঝায়।

[১] রাজনৈতিক এবং

[২] অরাজনৈতিক—এই দুটি অংশকে নিয়ে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয়।

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রীসভাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের রাজনৈতিক অংশ গঠিত হয়েছে।

আবার, প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ সহ সাধারণ কর্মচারীরা শাসন বিভাগের অরাজনৈতিক অংশের অন্তর্ভুক্ত। উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের আমলা (bureaucrat) বলে অভিহিত করা হয়।

সাধারণভাবে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের রাজনৈতিক অংশ একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং সম্পাদিত কার্যাবলির জন্য তাদের, বিশেষত মন্ত্রীদের জনসাধারণের কাছে
দায়িত্বশীল থাকতে হয়।

কিন্তু সম্পাদিত কার্যাবলির জন্য শাসন বিভাগের অরাজনৈতিক অংশ জনসাধারণের পরিবর্তে
তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.