এশিয়ান গেমস & কমনওয়েন্সথ গেমস General Knowledge (GK)

এশিয়ান গেমস & কমনওয়েন্সথ গেমস General Knowledge

এশিয়ান গেমস General Knowledge

  • এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় 1951 সালে নিউ দিল্লিতে এবং এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে।
  • 2010 সালে চিনের গুয্যাংঝু শহরে, 2014 সালে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ানে এশিয়াড অনুষ্ঠিত হয়।
  • 2018 সালের 18 তম এশিয়াড বা এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জার্কাতা এবং পালেমবং-এ। 
  • 2022 সলে 19 তম এশিয়াড বা এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হবে চিনের হ্যাংজোউ শহরে।
  • 2026 সালে 20 তম এশিয়াড বা এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হবে জাপানের নাগোেয়া শহরে।

কমনওয়েন্সথ গেমস General Knowledge

  • এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম আয়ােজন করা হয় 1930 সালের কানাডার হ্যামিলটনে। এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে এটি অনুষ্ঠিত হয়নি।
  • 2010 সালের অক্টোবর মাসে ভারতের নিউ দিল্লিতে প্রথমবার এই গেমস্ অনুষ্ঠিত হয়।
  • 2014 সালে স্কটল্যান্ডের গ্লাসগােতে এই গেম অনুষ্ঠিত হয়।
  • 2018 সালে অস্ট্রেলিয়ার গোেল্ড কোস্টে এটি অনুষ্ঠিত হয়।
  • 2018 কমনওয়েলেথ গেমস-এর Motto ছিল “Share the Dream” |
  • পদক তালিকায় ৪০টি সােনা, 59টি রুপাে এবং 59টি ব্রোঞ্জ পেয়ে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে।
  • দ্বিতীয় স্থান দখল করে ইংল্যান্ড, তাদের পদক সংখ্যা যথাক্রমে 45টি সােনা, 45টি রুপাে, 46টি ব্রোঞ্জ।
  • ভারত তৃতীয় স্থান অধিকার করে। ভারত 26টি সােনা, 20টি রুপাে এবং 20টি ব্রোঞ্জ পদক লাভ করে।
  • 2022 সালে 22 তম কমনওয়েলথ গেমটি ইংল্যান্ডের বারমিংহাম শহরে অনুষ্ঠিত হবে।
  • এই টুর্নামেন্টের Motto হল—”Heart of the UK, Soul of the Commonwealth”.

2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?

Ans: 2022 সলে 19 তম এশিয়াড বা এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হবে চিনের হ্যাংজোউ শহরে।

কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর ?

Ans: এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়

প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয় ?

Ans: এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম আয়ােজন করা হয় 1930 সালের কানাডার হ্যামিলটনে।

কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ans: London, United Kingdom

কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি ?

Ans: সর্বশেষ সদস্য রুয়ান্ডা

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.