1857 সালের মহাবিদ্রোহের ফলাফল:
উত্তর: মহাবিদ্রোহের তাৎপর্য/ফলাফল : ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির উপর এই বিদ্রোহের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । যেমন—
1857 সালের মহাবিদ্রোহের ফলাফল
১. কোম্পানির শাসনের অবসান: ১৮৫৮-এর ২রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ‘Government of India Act পাশ করে। এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার ব্রিটিশ পার্লামেন্ট তথা মহারাণি ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করা হয়।
২. শাসনতান্ত্রিক পরিবর্তন : ১৮৫৮ এর ২রা আগস্ট অ্যাক্ট ফর দি বেটার গভর্মেন্ট অফ ইন্ডিয়া’ অনুসারে ১৫ জন সদস্য নিয়ে ‘Board of Directors’ গঠিত হয় ।
ব্রিটিশ মন্ত্রীসভার একজন মন্ত্রীকে এই সভার ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারত অধ্যক্ষ করা হয়। তিনি ভারতসচিব নামে অভিহিত হন এবং তিন ব্রিটেন ও ভারতের শাসনতন্ত্রের যােগসূত্র।
এখন থেকে ভারতের গভর্ণর জেনারেল ভাইসরয়ের পদে উন্নীত হন। ইংলন্ডের রাণির নামে তিনিই ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন।
৩. সামরিক সংস্কার : মহাবিদ্রোহের ফলে সামরিক বিভাগকে আরও শক্তিশালী করা হয়। সৈন্যবাহিনীতে ব্রিটিশ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয়।
ভারতীয় সৈনিকদের ব্রিটিশ সৈন্যের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয়। যে সকল জাতির সৈন্য মহাবিদ্রোহে অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে সৈন্য নিয়ােগ বন্ধ করা হয়।
৪. অর্থনৈতিক সংস্কার : মহাবিদ্রোহের পর কেন্দ্রিয় সরকার থেকে প্রদেশগুলােকে নির্দিষ্ট হারে অর্থ বরাদ্দ করার রীতি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়।
তার পরিবর্তে প্রাদেশিক ভূমিরাজস্ব ও অন্যান্য কর থেকে অর্থ সংগ্রহ করার দায়িত্ব প্রাদেশিক সরকারকে দেওয়া হয়।
৫. দেশিয় রাজাদের সঙ্গে সম্পর্ক : মহাবিদ্রোহের ন্যায় বিদ্রোহের সম্ভাবনা রােধ করার জন্য ১৮৫৭-এর পরবর্তীকালে ব্রিটিশ শাসককুল ভারতের জমিদার ও ভূস্বামী সম্প্রদায়ের সঙ্গে মিত্রতার নীতি গ্রহণ করে।