ঘনকের বৈশিষ্ট্য and ঘনকের সূত্র সমূহ
1. ঘনকের 6 টি তল, প্রতিটি তলের ক্ষেত্রফল সমান।
2. ঘনকের ৪টি শীর্ষবিন্দু ও 12টি প্রান্তরেখা আছে।
3. ঘনকের সর্বাধিক তিনটি তল একসঙ্গে দেখা যায় ।
ঘনক-এর প্রকারভেদ: ঘনক দুধরনের হতে পারে-
1. সাধারণ ঘনক: এই ধরনের ঘনকে দুটি বিপরীত তলের সংখ্যার যােগফল সর্বদা 7 হয় না।
2. বিজ্ঞানসম্মত ঘনক বা ছক্কা: যদি কোনাে ঘনকের 6টি তলকে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যায় এমনভাবে চিহ্নিত করা যায় যাতে দুটি বিপরীত তলে চিহ্নিত সংখ্যার যােগফল সর্বদা 7 হয়, তবে সেই ঘনককে ছক্কা বা বিজ্ঞানসম্মত ঘনক বলা হয়। লুডাে খেলায় এ ধরনের ঘনক ব্যবহৃত হয়।