মানুষের ফুসফুসের গঠন বর্ণনা করো । মানুষের ফুসফুসের অবস্থান, গঠন ও কাজ লেখাে।

মানুষের ফুসফুসের অবস্থান: মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদা পর্দার উপরে অবস্থিত।

মানুষের ফুসফুসের গঠন বর্ণনা করো ।

মানুষের ফুসফুসের গঠন:

A) মানুষের ফুসফুস স্পঞ্জের মতাে দেখতে ও গােলাপি বর্ণের।

B) ডান ফুসফুসটি তিনটি লতি ও বাম ফুসফুসটি দুটি লতিযুক্ত। ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা চওড়া ও আয়তনে বড়াে।

C) প্লরা নামক দুই স্তরবিশিষ্ট আর্দ্র, মসৃণ আবরণী পর্দা দ্বারা ফুসফুস আবৃত থাকে।

D) ফুসফুসের বাইরের প্রাচীর-সংলগ্ন পর্দাটি ভিসেরাল প্লুরা ও বক্ষ প্রাচীর-সংলগ্ন পর্দাটি প্যারাইটাল প্লুরা নামে পরিচিত। দুইটি পুরা স্তরের মধ্যে প্লুরারস থাকে।

E) ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখাপ্রশাখা ব্রঙ্কিওলএ বিভক্ত হয়।

F) ব্রঙ্কিওলসের শেষ প্রান্তে যুক্ত থাকে পাতলা পর্দাযুক্ত, রক্তজালকবেষ্টিত বায়ুথলি বা অ্যালভিওলি।

G) ফুসফুসীয় ধমনি ও ফুসফুসীয় শিরা এবং তাদের শাখাপ্রশাখা অসংখ্য রক্তজালকে পরিণত হয়ে বায়ুথলিগুলিকে পরিবৃত করে রাখে।

2. মানুষের ফুসফুসের কাজ

ফুসফুস গ্যাসীয় পদার্থ বিনিময়কারী অংশে হিসেবে কাজ করে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.