পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ?

পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ! পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর: পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব।

ভূমিকা : ১৫৫৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মােগল সম্রাট আকবর (বৈরাম খা) ও আফগান বীর আদিল শাহের মন্ত্রী হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।

পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ?

পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ সূত্রে বাবর মােগল সাম্রাজ্যের যে রূপরেখা রচনা করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ সূত্রে আকবর তাকে গ্রানাইট ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন।

যুদ্ধের পটভূমি ও যুদ্ধ : আকবরের পাঞ্জাবে অবস্থানকালে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে হিমু আগ্রা দল্লি দখল করে। এরপর হিমু বিক্রমাদিত্য উপাধি ধারণ করে নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘােষণা করেন।

এমতাবস্থায় ১৫৫৬ খ্রি: নভেম্বর মাসে পানিপথের প্রান্তরে বৈরাম খাঁর নেতৃত্বে মােগল বাহিনী ও হিমুর নেতৃত্বে আফগান বাহিনীর মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে মােগল বাহিনী জয়লাভ করে।

যুদ্ধের গুরুত্ব : এই যুদ্ধের গুরুত্ব নিম্নরূপ-

(১) এই যুদ্ধের ফলে ৩০ বছর ধরে চলতে থাকা মােগল-আফগান দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে।

(২) যুদ্ধে জয়লাভ সূত্রে আকবরের রাজকীয় মর্যাদা, আত্মবিশ্বাস ও প্রতিপত্তি বৃদ্ধি পায়।

(৩) এই যুদ্ধে জয়লাভের ফলে মােগল সাম্রাজ্য দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়।

উপসংহার : পরিশেষে উল্লেখ্য, পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মােগল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপিত হয় এবং ভারতে মােগল সাম্রাজ্য বিস্তারের পথ উন্মুক্ত হয়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.