ভারতের আইন বিভাগ সম্পর্কে আলোচনা করো: ভারতের আইন বিভাগ সংসদীয় গণতান্ত্রিক কাঠামােকে অনুসরণ করে গঠিত হয়েছে। এই কারণে কেন্দ্রে ও রাজ্যের আইনসভায় সংসদীয় রীতিনীতি লক্ষ করা যায়। অনেকে ভারতের আইন বিভাগকে ব্রিটিশ আইন বিভাগের অনুগামী বলে দাবি করেন।
ভারতের আইন বিভাগ সম্পর্কে আলোচনা করো
কিন্তু ভারতের আইন বিভাগ ব্রিটিশ সংসদীয় মডেলকে পুরােপুরি অনুসরণ করেনি। ভারতীয় সংবিধান অনুসারে, আইন বিভাগের যে-কোনাে আইন বা সরকারের জারি করা অধ্যাদেশ সবই ভারতের বিচার বিভাগের সমীক্ষার আওতাধীন।
যে-কোনাে আইন বা অধ্যাদেশ সংবিধানকে লঙ্ঘন করলে, তাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা ভারতের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টের রয়েছে। তাই অধ্যাপক জোহারির মতাে সংবিধান বিশেষজ্ঞদের অভিমত হল, ভারতের আইন বিভাগ একই সঙ্গে ব্রিটেনের সংসদীয় সার্বভৌমত্ব ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় প্রাধান্য, উভয়কেই অনুসরণ করেছে। ভারতীয় আইন বিভাগের এ এক অভিনব বৈশিষ্ট্য।
ভারতের কেন্দ্রীয় আইনসভা সংসদ (পার্লামেন্ট) নামে অভিহিত। সংসদ আইনসভার দুটি কক্ষসমেত রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লােকসভা নামে পরিচিত।
সংসদীয় ঐতিহ্য অনুসরণ করে ভারতের অঙ্গরাজ্যগুলিতেও রাজ্য আইনসভা গঠন করা হয়েছে। রাজ্য আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট বা এককক্ষবিশিষ্ট হতে পারে।
দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধানসভা। বর্তমানে ২৯টি রাজ্যের মধ্যে মাত্র ৫টি রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ টিকে আছে।
এই রাজ্যগুলি হল—বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীর। অবশিষ্ট রাজ্যগুলির আইনসভা এককক্ষবিশিষ্ট।
স্বাধীন ভারতে প্রথম পার্লামেন্ট গঠিত হয় ১৯৫২ খ্রিস্টাব্দে। এই বছরে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের মাধ্যমে গঠিত হয় ভারতের প্রথম লােকসভা।
নানান দিক থেকে ১৯৫২ খ্রিস্টাব্দের প্রথম সাধারণ নির্বাচন ছিল তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে ভারতে সাধারণ নির্বাচন যে হয়নি তা নয়। কিন্তু সে ছিল ব্রিটিশ শাসিত ভারতের সাধারণ নির্বাচন।
সেই নির্বাচনে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার নীতি গৃহীত হয়নি। ব্রিটিশ ভারতে শিক্ষাগত ও সম্পত্তিগত যােগ্যতার ভিত্তিতে মাত্র পঁচিশ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয়দের ভোটাধিকার দেওয়া হয়েছিল।
বর্তমানে ২৯টি রাজ্যের নির্ধারিত প্রতিনিধিত্বের দিকে তাকালে দেখা যায় লােকসভায় সবচেয়ে বড়াে রাজ্য উত্তরপ্রদেশের আসনসংখ্যা হল ৮০ এবং ছােটো রাজ্য সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকের আসনসংখ্যা হল ১।
এই প্রেক্ষিতে বলা যায়, ভারতে পঞ্চদশ লােকসভার (২০০৯-২০১৪) মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ষােড়শ লােকসভা (২০১৪-২০১৯) ২০১৪-র এপ্রিলে সাধারণ নির্বাচনের ভিত্তিতে গঠিত হতে চলেছে। এখানে উল্লেখ্য যে, ভারতের ২৯তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে একটি নতুন রাজ্য, এর নাম তেলেঙ্গানা।