নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর ।

নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী: নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলির মধ্যে প্রধান হল-

(1) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা

1] শান্তিপূর্ণ উপায়ে বিরােধ নিষ্পত্তি: শান্তিপূর্ণ উপায়ে বিরােধ নিস্পত্তির যে সাতটি পদ্ধতির কথা বলা হয়েছে। সেগুলি হল— [i] আলাপ-আলােচনা, [ii] অনুসন্ধান, [ii] মধ্যস্থতা, [iv] সালিশি, [v] বিচারবিভাগীয় সমাধান, [u] আঞ্চলিক সংস্থা বা ব্যবস্থাপনা এবং [vii] অন্য কোনাে শান্তিপূর্ণ উপায় অবলম্বন।

2] বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতি: বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতির দুটি ধরন রয়েছে—[i] আগ্রাসী বা শান্তিবিঘ্নকারী রাষ্ট্রের সঙ্গে পূর্ণ বা আংশিকভাবে আর্থিক সম্পর্ক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, [i] শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ক্ষমতা প্রয়ােগ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

(2) অছি-সম্পর্কিত ক্ষমতা: নিরাপত্তা পরিষদ অছিপরিষদের সাহায্যে অছিব্যবস্থার অধীনস্থ সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলির আর্থসামাজিক, রাজনৈতিক ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জের কাজকর্ম সম্পাদন করে থাকে।

(3) নিয়ােগ সংক্রান্ত ক্ষমতা: নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা জাতিপুঞ্জের মহাসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়ােগ করে থাকে।

এ ছাড়া জাতিপুঞ্জের নতুন সদস্য হিসেবে কোনাে রাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়ে নিরাপত্তা পরিষদের সুপারিশ দেওয়ার ক্ষমতাও রয়েছে।

(4) বহিস্কার ও বরখাস্ত সংক্রান্ত ক্ষমতা: জাতিপুঞ্জের কোনাে সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা নিলে সেই সদস্যরাষ্ট্রকে সাময়িকভাবে বরখাস্ত করা যায়।

তা ছাড়া, কোনাে সদস্যরাষ্ট্র যদি জাতিপুঞ্জের নীতিগুলি বারবার লঙ্ঘন করে তাহলে নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট সদস্যরাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে বহিষ্কার করার জন্য সাধারণ সভার কাছে সুপারিশ করতে পারে।

(5) সনদ সংশােধন-সংক্রান্ত ক্ষমতা: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্রসহ মােট নয়জন সদস্যরাষ্ট্রের সম্মতিক্রমে সাধারণ সভার দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে জাতিপুঞ্জের সনদ সংশােধন করা যেতে পারে।

(6) নিরস্ত্রীকরণ সম্পর্কিত ক্ষমতা: নিরাপত্তা পরিষদ অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের জন্য সামরিক উপদেষ্টা কমিটির সহায়তায় প্রয়ােজনীয় ব্যবস্থা নিতে পারে।

এ ছাড়া সাধারণ সভার পাঠানাে নিরস্ত্রীকরণ সম্পর্কিত প্রস্তাবগুলির বিষয়ে নিরাপত্তা পরিষদ বিচারবিবেচনা করে থাকে।

বিশ্বের অর্থনৈতিক সম্পদ যাতে অস্ত্রসজ্জায় ব্যয় না হয় তা দেখাও নিরাপত্তা পরিষদের একটি প্রধান কাজ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.