নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো ।

নেপােলিয়নের পতনের কারণ : ভূমিকা ; ফরাসি বিপ্লব প্রসূত রাজনৈতিক অস্থিরতার সুযােগে নেপােলিয়ন ফ্রান্সের সম্রাট হন। কিন্তু মাত্র এক রেছিলেন দশকের মধ্যেই তার পতন ঘটে।

উল্লেখ্য, ১৮১৫ সালের ওয়াটালুর যুদ্ধ ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের হাতে চূড়ান্ত পরাজয়ের ফলে নেপােলিয়নের পতন সুনিশ্চিত হয়।

নেপোলিয়নের পতনের কারণ গুলি আলোচনা করো ।

পতনের কারণ :

১. সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা : প্রাথমিক পর্বের সামরিক সাফল্যগুলি নেপােলিয়নের উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তিনি সাবধানতা ও রাজনৈতিক দুরদৃষ্টিকে হারিয়ে ফেলেন। ফলে তার পতন আসন্ন হয়ে উঠে।

২. স্বৈরশাসন প্রবর্তন : নেপােলিয়ন মুখে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার কথা ঘােষণা করলেও, তার শাসন ব্যবস্থা স্বৈরতান্ত্রিকতার উপর প্রতিষ্ঠিত ছিল। এই স্বৈরাচারী শাসন তার পতনের ক্ষেত্র প্রস্তুত করে দেয়।

৩. সেনাদলের ক্রমিক দুর্বলতা : নেপােলিয়নের ইউরােপ জয়ী সেনাদলের চরিত্র-ক্রমশ দুর্বল হয়ে পড়ে। নিরন্তর যুদ্ধ-বিগ্রহ চলার ফলে অসংখ্য অভিজ্ঞ ও যুদ্ধপটু সেনা মারা যান।

তিনি অধীনস্ত ইতালি, জার্মানি ও বেলজিয়াম হতে সৈন্য সংগ্রহ করে সৈন্যের অভাব পূরণ করেন। ফলে সেনাদলের জাতীয় ঐক্য বিনষ্ট হয় ও নেপােলিয়নের প্রতি আনুগত্য হ্রাস পায়।

৪. সাম্রাজ্যের অন্তর্নিহিত স্ববিরােধ ও জাতীয়তাবাদী অভ্যুত্থান : নেপােলিয়নের পতনের একটি প্রধান কারণ ছিল ইউরােপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী অভ্যুত্থান।

এ বিষয়ে David Thomson বলেছেন—“অন্তর্নিহিত, আত্মঘাত স্ববিরােধ ও জাতীয়তাবাদী অভ্যুত্থান নেপােলিয়নের পতনের জন্য দায়ী ছিল”।

৫. ধর্মীয় অসন্তোষ : কনকরাট চুক্তির (১৮০০ খ্রি:) মাধ্যমে নেপােলিয়ন ক্যাথলিক ধর্মকে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত করেন। ফলে প্রােটেস্ট্যান্টপন্থীরা তার বিরােধী হয়ে উঠে।

আবার মহাদেশীয় অবরােধ ব্যবস্থা মানতে রাজী না হওয়া নেপােলিয়ন পােপের রাজ্যকে দখল করায় ক্যাথলিকরাও তার বিরােধী হয়ে উঠেন।

৬. মহাদেশীয় অবরােধ ব্যবস্থা : নেপােলিয়ন ইংলন্ডের বৈদেশিক বাণিজ্য ধ্বংস করে ইংলন্ডের অর্থনৈতি শক্তি বিনষ্ট করার জন্য ‘মহাদেশীয় অবরােধ ব্যবস্থা চালু করেন। কিন্তু এই ব্যবস্থা বুমেরাং হয়ে নেপােলিয়নে পতনকে ত্বরান্বিত করে।

৭. স্পেনীয় নীতি : স্পেনীয় নীতি ছিল নেপােলিয়নের রাজনৈতিক অদূরদর্শিতার এক বিরাট নজির। উল্লেখ্য, স্পেন দখল করে তিনি ভ্রাতা জোসেফ-কে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসী নেপােলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শর করে।

দীর্ঘ ৬ বছর ধরে চলা উপদ্বীপের যুদ্ধে নেপােলিয়ন আর্থিক ও সামরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েন। ফলে তার পতন আসন্ন হয়ে উঠে। তাই একসময় স্বখেদে তিনি বলেছিলেন—“স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে।

৮. মস্কো অভিযান : স্পেনের যুদ্ধকে অসমাপ্ত রেখেই নেপােলিয়ন ৬ লক্ষ সৈন্য নিয়ে মস্কো অভিযান করেন। রাশিয়ার প্রচন্ড ঠান্ডায়, চরম খাদ্যাভাবে এবং রুশ সেনাপতি কুটুজফ-এর রণপান্ডিত্যের কাছে নেপােলিয়নের গ্র্যান্ড আর্মি প্রায় ধ্বংস হয়ে যায়। ফলে নেপােলিয়নের পতনকে অবশ্যম্ভাবী করে তােলে। ।

উপসংহার : উপরিলিখিত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উত্তরােত্তর ক্ষমতার পশ্চাদ্ধাবনই নেপােলিয়নের পতনকে অনিবার্য করে তােলে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.