লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো:–
ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলির উপর একটি টীকা লেখো।
লােক আদালতের গঠন: ভারতের বিচারব্যবস্থার একটি সাম্প্রতিক মৌলিক সংযােজন হল লোেক আদালত। বিচারব্যবস্থাকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে লােক আদালত গঠিত হয়।
১৯৮৭ সালে ভারত সরকারের আইনমন্ত্রক ‘আইনগত পরিসেবা কর্তৃপক্ষ আইন, ১৯৮৭’ (Legal Service Authorities Act, 1987) নামে যে আইন প্রবর্তন করেন তাতে সমাজের দুর্বলতর শ্রেণিকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য তােক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৪ সালে এই আইনটি সংশােধন করে কেন্দ্র, রাজ্য, জেলা ও তালুকে ‘আইনগত পরিসেবা কর্তৃপক্ষ’ গঠন করা হয়। এই কর্তৃপক্ষের হাতে লােক আদালত গঠনের দায়িত্ব দেওয়া হয়।
লােক আদালত একজন জেলা বিচারক এবং তার মনােনীত কোনাে অধস্তন বিচারক অথবা কোনাে ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠিত হয়।
লােক আদালতের কার্যাবলি: লােক আদালত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিরােধ নিষ্পত্তির জন্য কাজ করে। আইন-আদালত সম্পর্কে যে ধরনের প্রতিষ্ঠানকেন্দ্রিক ধারণা পােষণ করা হয় তােক আদালত সেরকম নয়। লােক আদালতে জটিল বিষয়গুলি বিচারের জন্য গৃহীত হয় না।
সাধারণত [1] যেসব মামলার দীর্ঘদিন কোনাে নিষ্পত্তি হয়নি, [2] বিচারের আগে অন্য কোনাে আদালত বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পাঠানাে বিরােধের বিষয় ইত্যাদি লােক আদালতে বিচারের জন্য গ্রহণ করা হয়।
তবে লােক আদালতের বিচারে সংশ্লিষ্ট পক্ষগুলির সম্মতি আবশ্যক। তাই লােক আদালতের বিচারকে একতরফা বিচার বলা যায় না।
সাধারণত, ক্ষতিপূরণসম্পর্কিত দাবি, বিবাহ-সংক্রান্ত বিরােধ, বিমা কোম্পানিগুলির কাছে অর্থদাবি ইত্যাদি বিষয় তােক আদালতের বিচারাধীন।
প্রসঙ্গত বলা যায়, তােক আদালতের রায় চূড়ান্ত। এই রায় মানতে সংশ্লিষ্ট পক্ষগুলি বাধ্য। তােক আদালতের রায়ের বিরুদ্ধে কোনাে আপিল করা যায় না।