নবজাগরণ কাকে বলে? রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য

উত্তর : নবজাগরণ ও তার বৈশিষ্ট্য ।

রেনেসাঁস বা নবজাগরণের অর্থ: Renaissance বা নবজাগরণ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘Renaistre’ শব্দ থেকে। এর অর্থ হল- নবজন্ম বা পুনর্জন্ম।

রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য

পঞ্চদশ-ষােড়শ শতকে মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ঘৃণ্য মূল্যবােধ দূর করে সবকিছুকে যুক্তিতর্কের কোষ্ঠীপাথরে বিচার বিশ্লেষণ করে গ্রহণ ও বর্জন করতে শেখে।

মধ্যযুগ ও বর্তমান যুগের সন্ধিক্ষণে মানুষের চেতনা ও ধ্যান-ধারণার এই বৈপ্লবিক পরিবর্তনকেই বলা হয় রেনেসাঁস বা নবজাগরণ।

রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যসমূহ : রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-

১. স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ : নবজাগরণের প্রভাবে মানুষ মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের গন্ধিবদ্ধ দশা থেকে মুক্ত হয় এবং সবকিছুকে যুক্তিতর্কের মাধ্যমে ও বিচারবােধের নিরিখে যাচাই করে গ্রহণ করতে শেখে।

২. সাংস্কৃতিক পরিবর্তন : মধ্যযুগে ধর্মের নিরঙ্কুশ প্রভাব থাকায় ধর্মভিত্তিক সাহিত্য রচিত হত। কিন্তু নবজাগরণের ফলে ধর্মভিত্তিক সাহিত্যের অবসান ঘটে। পুনরুত্থান ঘটে লৌকিক সাহিত্যের। আর ল্যাটিন ভাষার পরিবর্তে মাতৃভাষায় সাহিত্য রচিত হতে থাকে ।

৩. বিজ্ঞানচর্চার প্রসার : নবজাগরণের আলােকে মানুষের যুক্তিবাদী মন বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। বিভিন্ন ঘটনার পিছনে যে বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে তা জানার জন্য মানুষ অধীর হয়ে ওঠে। ফলে বিজ্ঞান চর্চার প্রসার ঘটে ও বৈজ্ঞানিক আবিস্কার ঘটতে থাকে।

৪. মানবতাবাদ : নবজাগরণের প্রভাবে ইউরােপে এক নতুন মানবকেন্দ্রিক মতবাদের উদ্ভব ঘটে, যা মানবতাবাদ খা নামে পরিচিত।

এই মতবাদের অনুগামীরা পরকাল ও পাপপুণ্যের পরিবর্তে ইহজীবনে মানুষের পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন।

৫. ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি : নবজাগরণের যুগে পােপতন্ত্রের অবাধ কর্তৃত্বের অবসান ঘটে। মানুষ তাদের হৃত মর্যাদা ও স্বাধীনতা ফিরে পায়।

৬. ধর্মনিরপেক্ষ শিল্প, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশ : নবজাগরণের যুগে মধ্যযুগীয় ধর্মান্ধতা ও ধর্মীয় রক্ষণশীলতার বন্ধনমুক্ত শিল্প, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটে। ফলে মানুষ ধর্মীয় উদারতা তথা ধর্মনিরপেক্ষতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওঠে।

উপসংহার : পরিশেষে উল্লেখ্য, মধ্যযুগীয় অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ঘৃণ্য মূল্যবােধের পরিবর্তে মানুষের মনােজগতের এবং তার সামগিক কার্যকলাপের যুক্তিসম্মত গতিশীলতায় হল রেনেসাঁস বা বৈশিষ্ট্য নবজাগরণের ।

2 thoughts on “নবজাগরণ কাকে বলে? রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.