গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন ?
Ans: কুশিনগর
গৌতমবুদ্ধ জন্ম —563 খ্রিস্টপূর্বাব্দ (লুম্বিনি, কপিলাবস্তু, নেপাল)
পিতা — শুদ্ধোধন,
মাতা — মায়াদেবী,
বিমাতা — গৌতম
বাল্যনাম — সিদ্ধার্থ ও গৌতম,
স্ত্রী – গােপা বা সুভদ্রকা
দেহত্যাগ বা মহাপরিনির্বাণ –486 খ্রিস্টপূর্বাব্দ (কুশিনগর, মল্ল)
মহানিভিষ্ক্রমণ — সংসারত্যাগ,
মহাবােধি – দিব্যজ্ঞান লাভ (বােধিবৃক্ষ, বুদ্ধগয়া)
ধর্মচক্র প্রবর্তন — সারনাথ,
পঞভিক্ষু – বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্য (কৌন্ডিন্য, অশ্বজিৎ,বাম্প, মহানাম, ভদ্রিক)
ধর্মনীতি — আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, মজঝিম পন্থা,পঞশীল, নির্বাণ
বৌদ্ধ ধর্মগ্রন্থ — ত্রিপিটক
বৌদ্ধ ধর্মের বিভাগ — থেরবাদী, মহাসংঘিকা, হীনযান, মহাযান, বজ্রযান ,
গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে ?
Ans: শাক্য বংশে জন্মগ্রহণ করেন।
গৌতম বুদ্ধের জন্মস্থান বর্তমান নাম কি ?
Ans: নেপালের লুম্বিনী।
গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ?
And: গােপা বা সুভদ্রকা
গৌতম বুদ্ধের মাতার নাম কি ?
Ans: মায়াদেবী