ফরাসি বিপ্লবের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।

ফরাসি বিপ্লবের তাৎপর্য সম্পর্কে ধারণা দাও: ভূমিকা : আধুনিক বিশ্ব ইতিহাসে এক তাৎপর্যময় বর্ণাঢ্য ঘটনা হল ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। আর এই বিপ্লবের তাৎপর্য ও ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকৃতপক্ষে এই ফরাসি বিপ্লবই ইউরােপ তথা সমগ্র বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

ফরাসি বিপ্লবের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।

তাৎপর্য : ফরাসি বিপ্লবের তাৎপর্য হল নিম্নরূপ-

১. পুরাতনতন্ত্রের অবসান : ফরাসি বিপ্লব পুরাতন আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামােকে ধ্বংস করে দেয় এবং প্রতিষ্ঠিত করে প্রজাতান্ত্রিক ভাবধারার প্রতি জনগণের আস্থা।

২. সাম্য-মৈত্রী ও স্বাধীনতার আদর্শ প্রচার : ফরাসি বিপ্লব প্রসূত সাম্য-মৈত্রী ও স্বাধীনতার ভাবধারা ফ্রান্স সহ সমগ্র বিশ্ববাসীকে গভীরভাবে প্রভাবিত করে।

৩. বিশ্বে জাতীয় ঐক্যের ধারণা তুলে ধরা : এই বিপ্লব একদিকে যেমন ফ্রান্সের জনমানসে জাতীয় ঐক্যের ধারণা গড়ে তুলেছিল। অন্যদিকে সেরূপ বিশ্ববাসীর সামনে জাতীয় ঐক্যের ধারণা তুলে ধরেছিল।

৪. বিশ্বে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরা : ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী আদর্শ ফ্রান্সের গন্ডি অতিক্রম করে সমগ্র বিশ্বকে প্লাবিত করেছিল।

ফলে সমগ্র বিশ্ববাসী এক রাজা, এক রাষ্ট্র—এই আদর্শের পরিবর্তে এক ভাষা, এক সংস্কৃতি, এক জাতি এই আদর্শে দীক্ষিত হয়েছিল।

৫. বিশ্বের চিন্তাজগতে বিপ্লব আনয়ন : ফরাসি বিপ্লব বিশ্ববাসীর চিন্তাজগতে এমন এক বিপ্লব এনেছিল, যার ফলে সমগ্র বিশ্বে একটি পটপরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল।

৬. বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনে উৎসাহ প্রদান : ফরাসি বিপ্লবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন পরাধীন দেশগুলিতে স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়েছিল।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.