সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায় ?: বিচারপতিদের কার্যকাল ও অপসারণ পদ্ধতির স্বচ্ছতার ওপর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্ভর করে। ভারতে সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল ও অপসারণ- সংক্রান্ত বিধিব্যবস্থাদি সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায় ?
বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত বিধিব্যবস্থার ক্ষেত্রে সংবিধানে বলা হয়েছে যে, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ ছাড়া অন্য কোনাে কারণে সুপ্রিমকোর্টের কোনাে বিচারপতিকে অপসারিত করা যাবে না।
কোনাে বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ ও অসামর্থ্যের অভিযােগ থাকলে সেটি পার্লামেন্টের উভয়কক্ষ লােকসভা ও রাজ্যসভায় প্রস্তাব আকারে পেশ করতে হয়।
তারপর সেই প্রস্তাবটিকে উভয়কক্ষে উপস্থিত ও ভােটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থনে গৃহীত হতে হয়।
এভাবে প্রস্তাবটি গৃহীত হলে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বিচারপতিকে অপসারিত করতে পারেন। [১২৪(৪) নং ধারা]।