মাছি কিভাবে রোগ ছড়ায় ? মাছি দমনের উপায় উল্লেখ করো।

Q. মাছি কিভাবে রোগ ছড়ায় ?

রোগ বিস্তারে মাহির ভূমিকা:

(1) মাছি খাবারের ভালোমন্দ বিচার করে না। এরা চোষক নলের সাহায্যে মলমূত্র, নোংরা, পচা, রোগজীবাণুযুক্ত খাবার থেকে রস শুষে নেয়।

এই সময় খাদ্যের সঙ্গে জীবাণুও মাছির দেহে প্রবেশ করে। এ ছাড়া কিছু কিছু জীবাণু মাছির উপাঙ্গের রোমে লেগে যায়।

2. পরে ওই মাছি কোনো খাদ্যদ্রব্যের ওপর বসলে উপাঙ্গ থেকে জীবাণু খাদ্যে মিশে যায়।

মাছির বমি বা মলের সাথেও জীবাণু খাদ্যে চলে আসে। কোনো সুস্থ ব্যক্তি ওই খাদ্য খেলে, তার দেহে রোগজীবাণুর সংক্রমণ ঘটে।

3. এইভাবে মাছি খাদ্যের মাধ্যমে আমাশয়, কলেরা, যক্ষ্মা, টাইফয়েড, উদরাময় প্রভৃতি রোগ ছড়িয়ে মহামারি সৃষ্টি করে।

মাছি দমনের উপায়

1. মাছির বংশবৃদ্ধি রোধ করার জন্য বাড়ির আশপাশের মল, মূত্র ও নোংরা আবর্জনা জাতীয় স্থান যা মাছির উৎকৃষ্ট প্রজনন ক্ষেত্র তা নষ্ট করে ফেলা উচিত।

2. মাছির প্রজনন ক্ষেত্রের ওপর বিভিন্ন প্রকারের কীটনাশক স্প্রে করে দিলে মাছির বংশবিস্তার রোধ হয়।

3. খাদ্যদ্রব্যকে ঢেকে রাখলে মাছি তাকে সংক্রমিত করতে পারে না।

4. খোলা জায়গায় মল, মূত্র, থুথু না ফেললেও মাছির দ্বারা রোগ সংক্রমণের সম্ভাবনা কমে যায়।

5. ব্লিচিং পাউডার, ফিনাইল, লাইজল জাতীয় কীটনাশক দিয়ে ঘরের মেঝে মুছলে মাছির উপদ্রব কম হয়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.