একটি দর্পণ সমতল কিংবা অসমতল কীভাবে চিনবে ? Ans: দর্পণের সামনে দর্পণের সঙ্গে সমান্তরালভাবে একটি পেনসিল ধরলে যদি পেনসিলের প্রতিবিম্বটি সােজা দেখায়, তাহলে বুঝতে হবে দর্পণটি সমতল।
আর যদি প্রতিবিম্ব আঁকাবাঁকা হয়, তাহলে বুঝতে হবে দর্পণটি অসমতল। এর কারণ, পেনসিলের বিভিন্ন অংশ দর্পণতল থেকে বিভিন্ন দূরত্বে থাকায় ওর বিভিন্ন অংশের প্রতিবিম্ব দর্পণের পিছনে বিভিন্ন দূরত্বে গঠিত হয়। তাই দর্পণ অসমতল হলে প্রতিবিম্ব আঁকাবাঁকা দেখায়।