মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি ? মানব দেহ সম্পর্কে কিছু তথ্য

1: মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি ?

Ans: সারটোরিয়াস

2. মানব দেহের বৃহত্তম পেশি কোনটি ?

Ans: গ্লুটিয়াস ম্যাকসিমাস |

3. মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি ?

Ans: সিলিয়ারি বা স্টেপিডিয়াস

4. মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটি ?

Ans: ফিমার বা থাইবােন |

5. দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি কোনটি ?

Ans: ফিমার, টিবিয়া এবং ফিবিউলা (পা)

6. দেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি কোনটি ?

Ans: পেট্রোস (মস্তিষ্ক)

7. হালকা ও ক্ষুদ্র অস্থি কোনটি ?

Ans: স্টেপিস (কান)

8. মানবদেহের দীর্ঘতম শিরা কোনটি ?

Ans: নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনাকেভা

9. মানবদেহের দীর্ঘতম ধমনি কোনটি ?

Ans: মহাধমনি বা অ্যাওর্টা (অ্যাবডােমিনাল)

10. মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?

Ans: সায়াটিক স্নায়ু

11. অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি ?

Ans: থাইরয়েড |

12. ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?

Ans: পিনিয়াল গ্রন্থিবৃহত্তম পৌষ্টিক গ্রন্থি-যকৃৎ

13. মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি ?

Ans: প্লিহা বা স্প্লিন

14. মানবদেহের বৃহত্তম লালাগ্রন্থি কোনটি ?

Ans: প্যারােটিড গ্রন্থি

15. মানবদেহের সর্বাধিক পাতলা ত্বকের নাম কি?

Ans: চোখের পাতা

মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ — গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম

1 thought on “মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি ? মানব দেহ সম্পর্কে কিছু তথ্য”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.