Q. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ?
Ans: কুশক বাকুলা রিমপােচে (লেহ)
Q. ভারতের বৃহত্তম বন্দরের নাম কি ?
Ans: নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর (মুম্বই)
Q. ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট নাম কি ?
Ans: ডিব্ৰুগড়কন্যাকুমারী (বিবেক এক্সপ্রেস) (4273 km)
Q. ভারতের বৃহত্তম কারাগার নাম কি ?
Ans: তিহার আশ্রম (দিল্লি)
Q. ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুর নাম কি ?
Ans: রবীন্দ্র সেতু/হাওড়া ব্রিজ(পশ্চিমবঙ্গ)
Q. ভারতের বৃহত্তম গুহা মন্দির কোথায় অবস্থিত?
Ans: কৈলাস মন্দির, ইলােরা (মহারাষ্ট্র)
Q. ভারতের প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত ?
Ans: ভারতীয় জাদুঘর (কলকাতা)
Q. ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা কোথায় অবস্থিত ?
Ans: আলিপুর জুলজিক্যাল গার্ডেন (কলকাতা)
Q. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
Ans: শ্রীভেঙ্কটেশ্বর জুলজিক্যাল গার্ডেন।(তিরুপতি, অন্ধ্রপ্রদেশ)
Q. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি ?
Ans: আচার্য জগদীশ চন্দ্র বসু বােটানিক্যাল। গার্ডেন, শিবপুর (হাওড়া)
Q. ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
Ans: সুন্দরবন ।
Q. ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত ?
Ans: ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)
Q. ভারতের বৃহত্তম পর্বতমালা নাম কি ?
Ans: হিমালয় পর্বতমালা
Q. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এর নাম কি ?
Ans: সম্বর হ্রদ, রাজস্থান ।
Q. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?
Ans: চিলকা, ওডিশা
Q. ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
Ans: বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি (আগ্রা, উত্তরপ্রদেশ)
Q. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
Ans: উলার (কাশ্মীর)
Q. ভারতের বৃহত্তম বৃহত্তম মসজিদ কোনটি ?
Ans: তাজ-উল-মসজিদ