জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন ?
Ans: মােট তীর্থংকরের সংখ্যা — 24 টি।
- প্রথম তীর্থংকর — ঋষভনাথ,
- 23 তম তীর্থংকর — পার্শ্বনাথ,
- শেষ তীর্থংকর — বর্ধমান মহাবীর
- ঋষভনাথের চিহ্ন যাঁড়, মহাবীরের চিহ্ন সিংহ
- ধর্মনীতি—চতুর্যাম, পমহাব্রত, ত্রিরত্ন (সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ অচরণ), সর্বপ্রাণবাদ, কৃচ্ছসাধন
- পার্শ্বনাথ প্রবর্তন করেন চতুর্যাম — অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য ও অপরিগ্রহ ।
- মহাবীর প্রবর্তন করেন পঞমহাব্রত (চতুর্যাম + ব্ৰত্মচর্য)।
- জৈন ধর্মের দুটি ভাগ — দিগম্বর ও শ্বেতাম্বর
- দিগম্বর গােষ্ঠীর নেতা ছিলেন ভদ্রবাহু ও শ্বেতাম্বর গােষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র |
- জৈন ধর্মগ্রন্থ — কল্পসূত্র, দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত, দ্বাদশ উপাঙ্গ (অগ, উপাগ, মূল, সূত্র) ইত্যাদি,
জৈন ধর্মের ২৩ তম তীর্থঙ্কর কে ?
Ans: পার্শ্বনাথ
জৈনদের শেষ তীর্থঙ্কর কে ?
Ans: বর্ধমান মহাবীর