হরমােনের যে-কোনাে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করাে ।

হরমােনের যে-কোনাে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করাে, উত্তর: 1. হরমােন হল প্রােটিন, স্টেরয়েড বা অ্যামাইনােধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যা উৎপত্তিস্থল থেকে দূরে দেহের অন্য স্থানের কোশসমূহের ওপর ক্রিয়া করে।

2. হরমােন অল্প মাত্রায় এবং অল্প ঘনত্বে কার্যকর, কিন্তু এর ক্রিয়ার ফল দীর্ঘশ্বরী।

3. কাজের শেষে হরমােন বিনষ্ট হয়ে দেহ থেকে বেরিয়ে যায়।

4. হরমােন কার্যকালে কোশপর্দার ভেদ্যতার পরিবর্তন ঘটায়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.