ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
- 1895 সালের 28 ডিসেম্বর মুম্বইর গােকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ’ রচনা করে বাংলার নীলচাষিদের দুর্দশার কথা তুলে ধরেন।
- নীলদর্পণ’ ইংরেজি ভাষায় সম্পাদনা করেন—রেভারেন্ড জেমস লঙ।
- জেমস অগাস্টাস হিকিকে ভারতীয় সংবাদ পত্রিকার পথিকৃৎ বলা হয়।
- কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয় – এর প্রথম স্নাতক মহিলা যিনি কংগ্রেসের কলকাতা অধিবেশনে তাঁর বক্তব্য প্রকাশ করেন।
- ভারতে গান্ধিজির প্রথম অসহযােগ আন্দোলন ছিল — চম্পারণ সত্যাগ্রহ (1917)।
- রাওলাট অ্যাক্ট পাস হয় – 1919 সালে।জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ অভিযানের সময় গান্ধিজি ইংরেজদের দেওয়া কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ করেন।
- ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় হলেন — লর্ড মাউন্টব্যাটেন।
নীলদর্পণ কে রচনা করেন ?
Ans: দীনবন্ধু মিত্র
নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
Ans: রেভারেন্ড জেমস লঙ।
ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?
Ans: লর্ড মাউন্টব্যাটেন।