ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস Important Questions

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

  1. 1895 সালের 28 ডিসেম্বর মুম্বইর গােকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
  2. দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ’ রচনা করে বাংলার নীলচাষিদের দুর্দশার কথা তুলে ধরেন।
  3. নীলদর্পণ’ ইংরেজি ভাষায় সম্পাদনা করেন—রেভারেন্ড জেমস লঙ।
  4. জেমস অগাস্টাস হিকিকে ভারতীয় সংবাদ পত্রিকার পথিকৃৎ বলা হয়।
  5. কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয় – এর প্রথম স্নাতক মহিলা যিনি কংগ্রেসের কলকাতা অধিবেশনে তাঁর বক্তব্য প্রকাশ করেন।
  6. ভারতে গান্ধিজির প্রথম অসহযােগ আন্দোলন ছিল — চম্পারণ সত্যাগ্রহ (1917)।
  7. রাওলাট অ্যাক্ট পাস হয় – 1919 সালে।জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ অভিযানের সময় গান্ধিজি ইংরেজদের দেওয়া কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ করেন।
  8. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় হলেন — লর্ড মাউন্টব্যাটেন।

নীলদর্পণ কে রচনা করেন ?

Ans: দীনবন্ধু মিত্র

নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?

Ans: রেভারেন্ড জেমস লঙ।

ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?

Ans: লর্ড মাউন্টব্যাটেন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.