কম্পিউটার এর বিভিন্ন অংশের নাম ও কাজ । কম্পিউটারের কয়টি অংশ ও কি কি ?

কম্পিউটার এর বিভিন্ন অংশের নাম ও কাজ । কম্পিউটারের কয়টি অংশ ও কি কি ?

Q. কম্পিউটারের কয়টি অংশ ও কি কি ?

Ans: কম্পিউটারের প্রধান চারটি অংশ। যথা—

(1) কেন্দ্রীয় সঞ্চালন একক (Central Processing Unit, CPU)

(2) প্রবেশ একক (Input Unit)

(3) প্রস্থান একক (Output unit) এবং

(4) বহুল সঞ্চয় একক (Mass Storage Unit)

কম্পিউটার এর বিভিন্ন অংশের নাম ও কাজ ।

Q. Cpu এর বিভিন্ন অংশের নাম কি ?

Ans: CPU হল কম্পিউটারের মস্তিষ্ক। একে অনেক সময় মাইক্রোপ্রসেসর বলা হয়। CPU-এর প্রধান তিনটি অংশ –

(1) গাণিতিক যুক্তি একক (Arithmetic Logic Unit বা ALU),

(2) নিয়ন্ত্রণ একক (Control Unit বা CU) এবং

(3) মুখ্য স্মৃতিভাণ্ডার (Primary Storage Unit বা Memory) I

কম্পিউটারের প্রসেসিং অংশ থাকে সিস্টেম ইউনিটের ভিতরে। এর বিভিন্ন অংশগুলি হল –

(1) এস এম পি এস (SMPS বা Switched Mode Power Supply),

(2) হার্ড ডিস্ক ড্রাইভ,

(3) মাদারবোর্ড,

(4) র‍্যাম (RAM),

(5) রম (ROM),

(6) অ্যাড অন কার্ডস (যেমন – গ্রাফিক্স কার্ড, মোডেম ইত্যাদি)।

Q. কম্পিউটারের রম কি ?

Ans: Read Only Memory বা ROM কি-বোর্ড ও মনিটরের বহারযোগ্যতা ও কর্মক্ষমতা পরীক্ষা করে। ROM পরীক্ষা করে যে তথ্য পায়, তা সমস্ত Port-এ পৌঁছে দেয় এবং অপারেটিং সিস্টেম লোড করতে শুরু করে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ROM-এ সঞ্চিত তথ্য মুছে যায় না। ROM-এর প্রধান কাজ — POST (Power On Self Test), RAM Test, BOOTING, অপারেটিং সিস্টেমকে কম্পিউটারের প্রধান মেমরিতে এনে প্রক্রিয়াকরণ শুরু করা।

Q. কম্পিউটারে ram এর কাজ কি ?

Ans: Random Access Memory বা RAM-এ বৈদ্যুতিক চার্জের ভিত্তিতে তথ্য সঞ্চিত থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে RAM-এ সঞ্চিত তথ্য মুছে যায়।

Q. ইনপুট ইউনিট এর কাজ ?

Ans: ইনপুট ইউনিটের প্রধান কাজ হল –

(1) বাইরে থেকে কোনোতথ্য ও নির্দেশ গ্রহণ করা,

(2) সেই তথ্য ও নির্দেশকে বাইনারিফর্মে রূপান্তর করা এবং

(3) পরিবর্তিত তথ্য ও নির্দেশকে কম্পিউটারে প্রেরণ করা।

Q. কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কি কি ?

Ans: কয়েকটি ইনপুট ডিভাইস –

  1. কি-বোর্ড,
  2. পাঞ্জড কার্ড রিডার,
  3. পেপার টেপ রিডার,
  4. মাইক্রোফোন,
  5. লাইট এবং টার্মিনাল,
  6. ভয়েস ইনপুট সিস্টেম,
  7. ম্যাগনেটিক টেপ ড্রাইভ,
  8. ম্যাগনেটিক ডিস্ক ড্রাইভ,
  9. মাউস,
  10. জয় স্টিক

Q. আউটপুট ডিভাইস এর কাজ কি ?

Ans:

আউটপুট ইউনিটের প্রধান কাজ হল –

  1. কম্পিউটারের আউটপুট নিজে গ্রহণ করা,
  2. যন্ত্রের ভাষায় তৈরি তথ্যাদিকে বোধগম্য ভাষায় পরিবর্তিত করা,
  3. পরিবর্তিত তথ্যাদিপ্রদর্শিত বা মুদ্রিত করা।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.