পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ ।

পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ: পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

ভূমিকা : ১৫২৬ খ্রিস্টাব্দে ২১শে এপ্রিল বাবরের সঙ্গে ইব্রাহিম লােদির পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ ।

যুদ্ধ : দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লােদি ১,২০,০০০ (মতান্তরে ৪০,০০০) সৈন্য নিয়ে বাবরের ১২,০০০ সৈন্যের মুখােমুখি হন দিল্লির কাছে পানিপথের প্রান্তরে।

এই যুদ্ধে আগ্নেয়াস্ত্র ও কামানের সাহায্যে এবং তুলঘুমা যুদ্ধরীতি। প্রয়ােগ করে বাবর ইব্রাহিম লােদিকে পরাজিত ও নিহত করেন।

যুদ্ধের গুরুত্ব : পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। কেননা,

(১) বাবরের জয়লাভের ফলে দিল্লির ৩২০ বছরের সুলতানি শাসনের অবসান ঘটে এবং মােগল সাম্রাজ্য বিস্তারের প্রথম সােপান রচিত হয়।

(২) পানিপথের যুদ্ধজয়ী বাবার দিল্লির অধীশ্বর হন এবং হিন্দুস্থানে সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন।

(৩) জয়লাভ সূত্রে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এবং সুলতানি অর্থসম্পদ বাবরের হস্তগত হয়।

উপসংহার : প্রকৃতপক্ষে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ সূত্রে বাবর ভারতে মােগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এবং ভারতে একটি মােগল রাজ আদর্শের প্রতিষ্ঠা করেন।

#2 বাবরনামা কে রচনা করেন ?

উত্তর : বাবরনামা-র রচনাকার ও ভাষা : বাবরনামা’ রচনা করেন মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবর এই আত্মজীবনী মূলক গ্রন্থটি তার নিজের মাতৃভাষা চাঘতাই তুর্কী ভাষাতে রচনা করেন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.