অবতল লেন্স কাকে বলে ?

Q. অবতল লেন্স বা অপসারী লেন্স কাকে বলে ? Ans: যে লেন্সের মধ্যভাগ সরু এবং দু-প্রান্ত মােটা অর্থাৎ দুটি অবতল তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে অবতল লেন্স (concave lens) বলে। Also Check: উত্তল লেন্স কাকে বলে ? বায়ু মাধ্যমে অবস্থিত কোনাে অবতল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। …

Read more

উত্তল লেন্স কাকে বলে ?

Q. উত্তল লেন্স বা অভিসারী লেন্স কাকে বলে ? Ans: যে লেন্সের মধ্যভাগ মােটা এবং দু-প্রান্ত সরু অর্থাৎ দুটি উত্তল তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে উত্তল লেন্স (convex lens) বলে। Also Check: অবতল লেন্স কাকে বলে ? বায়ু মাধ্যমে অবস্থিত কোনাে উত্তল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। …

Read more

শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত গুলি কি কি ?

Q. শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত গুলি কি কি ? i) আলােকরশ্মি নির্গমনের ছিদ্রপথটি খুব সূক্ষ্ম হওয়া প্রয়ােজন। তা না হলে অনেক আলােকরশ্মি ছিদ্রের মধ্য দিয়ে এসে প্রিজমে পড়ে অশুদ্ধ বর্ণালি গঠন করবে। ii) ছিদ্রটিকে প্রথম লেন্সের ঠিক ফোকাসে রাখতে হবে যাতে প্রথম লেন্স থেকে নির্গত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। iii) প্রিজমটিকে হলুদ বর্ণের আলাের জন্য ন্যূনতম …

Read more

উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য ?

Q. উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য ? উত্তর: কোনাে লেন্সের এক পাশে একটি আঙুল রেখে অপর পাশ থেকে লেন্সের ভেতর দিয়ে আঙুলটিকে দেখলে যদি আঙুলটির প্রতিবিম্বকে বড়াে দেখায়, তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল। কিন্তু যদি প্রতিবিম্বটি আকারে ছােটো দেখায় তবে লেন্সটি অবতল।

চাঁদের আকাশ কালো দেখায় কেন ?

Q. চাঁদের আকাশ কালো দেখায় কেন ? উত্তর: চাঁদে কোনাে বায়ুমণ্ডল নেই। তাই সূর্যের আলাের বিক্ষেপণ হয় না। অর্থাৎ, চাঁদের আকাশ থেকে কোনাে বিক্ষিপ্ত আলাে চাঁদের পৃষ্ঠে এসে পৌঁছােয় না। ফলে, চাঁদে থেকে চাঁদের আকাশকে কালাে দেখায়।

দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ?

Q. দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ? উত্তর: বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্যের আলাের বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। সূর্যের আলাের সাতটি বর্ণের মধ্যে নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা জানি, যে আলাের তরঙ্গদৈর্ঘ্য কম, তার বিক্ষেপণ বেশি হয়। নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় নীল বর্ণের আলাের বিক্ষেপণ বেশি হয়। ফলে বেশি পরিমাণে নীল …

Read more

বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত ?

Q. বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত/দেখায় ? উত্তর: বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলাের বিক্ষেপণ হত না। সূর্যের আলাে সরাসরি আমাদের চোখে পৌঁছেতি। ওপরের দিকে তাকালে সূর্য দেখা যেত, কিন্তু বাকি আকাশকে কালাে দেখাত। কারণ, সেখান থেকে কোনাে বিক্ষিপ্ত আলাে আমাদের চোখে এসে পৌছােত না।

তরঙ্গ ও শব্দ mcq Questions and Answers

তরঙ্গ ও শব্দ mcq: 1. শব্দের কম্পাঙ্কের একক হচ্ছে— (A) Hz (B) cm.s-1 (C) Mm উত্তর: (A) 2. শব্দ যে ধরনের তরঙ্গের মাধ্যমে বায়ুতে বিস্তার লাভ করে সেটি হল- (A) তির্যক তরঙ্গ (B) তড়িচ্চুম্বকীয় তরঙ্গ (C) অনুদৈর্ঘ্য তরঙ্গ উত্তর: (C) 3. সুরবর্জিত শব্দ হল— (A) সেতারের শব্দ (B) পটকার শব্দ (C) বাঁশির শব্দ উত্তর: (B) …

Read more

শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না কেন ?

Q. শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না কেন? Ans: শব্দবিস্তারের জন্য মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম থাকা প্রয়ােজন। শূন্য মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম না থাকার জন্য শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না।

আকাশে বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শােনা যায় কেন ?

আকাশে বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শােনা যায় কেন ? উত্তর: আকাশে মেঘে বিদ্যুৎ চমকাবার সঙ্গে সঙ্গে আলাে ও শব্দ দুইই উৎপন্ন হয়। কিন্তু বায়ুতে আলাের বেগ 3×108 m.s-1 শব্দের বেগ 332 m.s-1 | তাই মেঘ থেকে পৃথিবীতে আলাে আসে মুহূর্তের মধ্যে কিন্তু শব্দের পৃথিবীতে আসতে বেশ কিছু সময় লাগে। তাই বিদ্যুৎ চমকাবার সঙ্গে সঙ্গে …

Read more