পরিপাক নালি বা পৌষ্টিক নালি কাকে বলে ?
পরিপাক নালি বা পৌষ্টিক নালি কাকে বলে ? Ans: পরিপাকতন্ত্রের যে অংশের মাধ্যমে খাদ্যগ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ ঘটে, তাকে পরিপাক নালি বা পৌষ্টিক নালি বলে।
পরিপাক নালি বা পৌষ্টিক নালি কাকে বলে ? Ans: পরিপাকতন্ত্রের যে অংশের মাধ্যমে খাদ্যগ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ ঘটে, তাকে পরিপাক নালি বা পৌষ্টিক নালি বলে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে ? Ans: স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক এবং সুযুম্নাকাণ্ড নিয়ে তৈরি স্নায়বিক সংগঠনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে। প্ৰান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? Ans: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বের হয়ে যেসব স্নায়ু বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রবেশ করে তাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। এটি করোটি এবং সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে? Ans: যে স্নায়ুতন্ত্র দেহস্থ অনৈচ্ছিক পেশিসমূহকে নিয়ন্ত্রণ …
কর্ণপটহ কী? Ans: কুনোব্যাঙের প্রতিটি চোখের পেছনে মসৃণ চামড়াদিয়ে ঢাকা একটি করে গোল অংশ দেখা যায় এদের কর্ণপটহ বলে। কর্ণপটহ এর কাজ কী? Ans: কর্ণপটহ ব্যাঙকে শ্রবণে সহায়তা করে।
যন্ত্র বা অর্গ্যান বা অঙ্গ কাকে বলে ? Ans: অঙ্গ বা যন্ত্র বা অর্গ্যান: যখন কয়েক ধরনের কলা একত্রে দলবদ্ধভাবে অবস্থান করে এবং মোটামুটিভাবে একই ধরনের কাজ করে তখন ওই কলা সমষ্টিকে অঙ্গ বা যন্ত্র বা অর্গ্যান বলে। উদাহরণ : হৃৎপিণ্ড, বৃক্ক, পাকস্থলী, চোখ প্রভৃতি হল এক- একটি অঙ্গ বা যন্ত্র। তন্ত্র কাকে বলে ? …
1. ছত্রাকের সঞ্চিত খাদ্য কি ? উত্তর: গ্লাইকোজেন। 2. কোন্ সপুষ্পক উদ্ভিদে ফল হয় না? উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদে। যেমন—সাইকাস, পাইনাস। 3. কোন্ উদ্ভিদে বীজ হয় কিন্তু ফল হয় না? উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদে। যেমন—সাইকাস, পাইনাস। 4. একটি মৃতজীবী উদ্ভিদের নাম লেখো। উত্তর: মিউকর বা অ্যাগারিকাস। 5. কোন্ উদ্ভিদে মূল থাকে না কিন্তু পরিবর্তিত অঙ্গ রাইজয়েড থাকে? …
Q. জনন তন্ত্র কাকে বলে ? Ans: জনন কার্যে সহায়তাকারী বিভিন্ন অঙ্গ সম্মিলিতভাবে যে তন্ত্র গঠন করে তাকে জননতন্ত্র বলে। কুনোব্যাঙের পুংজননতন্ত্র কুনোব্যাং একলিঙ্গ প্রাণী। এর পুং-জননতন্ত্র যেসব অঙ্গ নিয়ে গঠিত সেগুলি হল— 1. একজোড়া 2. শুক্রাশয়, 3. একজোড়া রেচন-জনননালি, 3. একটি রেচন-জননছিদ্র, 4. একটি অবসারণী, 5. একটি অবসারণী ছিদ্র, 6. বিডার্স অঙ্গ এবং 7. …
Q. কুনোব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কী? Ans: বুফো মেলানোসটিক্টাস, Q. কুনোব্যাঙের প্রধান রেচন অঙ্গ কী? Ans: বৃক্ক। Q. কুনোব্যাং কোন্ পর্বের প্রাণী? Ans: কর্ডাটা। Q. কুনোব্যাং কোন্ শ্রেণির প্রাণী? Ans: উভচর বা অ্যাম্ফিবিয়া। Q. কুনোব্যাঙের সারা দেহ কোন্ বর্ণের? Ans: ধূসর । Q. কুনোব্যাঙের স্বাভাবিক দৈর্ঘ্য কত? Ans: 14-16 সেমি। Q. ডিম্বচুঙ্গী কোন্ তন্ত্রের অংশ? Ans: …
1. মটরের গাছের বিজ্ঞানসম্মত নাম কি ? Ans: পিসাম স্যাটিভাম, 2. বক ফুলের বিজ্ঞানসম্মত নাম কী? Ans: সেসবানিয়া গ্র্যান্ডিফ্লোরা 3. কুমড়ো গাছের বিজ্ঞানসম্মত নাম কী? Ans: কিউকারবিটা ম্যাক্সিমা 4. একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও। Ans: আতা/উদয়পদ্ম। 5. জবা গাছের বিজ্ঞানসম্মত নাম কী ? Ans: হিবিসকাস রোজাসাইনেনসিস । 6. ভ্রূণের সরু ও বাঁকানো দণ্ডের মতো অংশকে …
পেনিসিলিন কে আবিষ্কার করেন ? উত্তর: আবিষ্কারক এবং ঔষধি: বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। পেনিসিলিন কী? উত্তর: পেনিসিলিন : পেনিসিলিন হল রোগজীবাণু ধ্বংসকারী এক ধরনের ওষুধ, এটি এক প্রকার অ্যান্টিবায়োটিক।
ভুট্টা কী জাতীয় উদ্ভিদ? ভুট্টা চাষের উপযুক্ত সময় ? ভুট্টা চাষের জন্য কীরূপ মৃত্তিকার প্রয়োজন হয়? উত্তর: ভুট্টা গাছের প্রকৃতি: ভুট্টা একবর্ষজীবী, বীরুৎ জাতীয়, একবীজপত্রী, সপুষ্পক, দানাশস্য উৎপাদনকারী উদ্ভিদ। চাষের সময়: ভুট্টার চাষ হয় চৈত্র-বৈশাখ মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত। উপযোগী মৃত্তিকা: ভুট্টা চাষের জন্য উত্তম জল-নিকাশিযুক্ত দোআঁশ মৃত্তিকার প্রয়োজন হয়।