নিরাপত্তা পরিষদের ভােটদান পদ্ধতি: জাতিপুঞ্জের সনদের ২৭ নং ধারায় নিরাপত্তা পরিষদের ভােটদান পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সনদ অনুযায়ী—
[1] নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্যের একটি করে ভােট দেওয়ার ক্ষমতা রয়েছে।
[2] পদ্ধতিগত বিষয়ে কমপক্ষে নয়জন সদস্যের সম্মতিসূচক ভােটের প্রয়ােজন।
[3] পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঁচজন স্থায়ী সদস্যসহ মােট নয়জন সদস্যের সম্মতিসূচক ভােটের প্রয়ােজন।
[4] নিরাপত্তা পরিষদে আলােচিত কোনাে বিরােধের সঙ্গে পরিষদের কোনাে সদস্য জড়িত থাকলে ওই সদস্য ভােটদানের অধিকার হারান [৫২(৩) নং ধারা]।
[5] পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্রের হাতে অসম্মতিসূচক ভােটদানের বা ‘ভিটো’ (Veto) প্রয়ােগের ক্ষমতা রয়েছে।
স্থায়ী সদস্যরাষ্ট্রগুলির মধ্যে কোনাে একজনের অসম্মতিসূচক ভােটে যে-কোনাে প্রস্তাব বাতিল বলে গণ্য হয়।
অনেক সময় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একই বিষয়ে দুবার ভিটো প্রয়ােগ করতে পারে। একে দ্বৈত ভিটো বা Double Veto’ বলা হয়।