সিলিকন ভ্যালি কাকে বলে ?
সিলিকন ভ্যালি: আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালি-ফোর্নিয়ার অন্তর্গত স্যানফ্রান্সিসকো বে এরিয়ার দক্ষিণাঞল হল ‘সিলিকন ভ্যালি। পৃথিবীর বড়াে বড়াে প্রযুক্তি সংস্থার ঠিকানা এটি। যেহেতু, বর্তমান প্রযুক্তির ভিত্তি হল ‘সিলিকন চিপ’, তাই স্থানটির এরূপ নামকরণ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বেঙ্গালুরুকে ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়।
ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
Ans: বেঙ্গালুরুকে ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়।
ভারতের সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য ?
And: ইলেকট্রনিক্স