সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করো ? সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য গুলি কি কি ?

সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করো ?

[i] সিন্ধু যুগের লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এইধরনের লিপিকে বলা হয় বাউস্ট্রোফেডন।

[ii] সুমেরীয় সভ্যতায় প্রাপ্ত সিন্ধু সভ্যতার সিলগুলি থেকেবাণিজ্যিক যােগাযােগের কথা জানা যায়।

[iii] সিন্ধু সভ্যতার উত্তরতম প্রত্নক্ষেত্র আফগানিস্তানের শােতুঘাই (ভারতে অবস্থিত উত্তরতম ক্ষেত্র জম্মুর মান্ডা), দক্ষিণতম প্রত্নক্ষেত্র মহারাষ্ট্রের দৈমাবাদ। পশ্চিমতম ক্ষেত্র হল সুতকাজেনদোর (বেলুচিস্তানেরমাকরান উপকূল) ও পূর্বৰ্তম ক্ষেত্র হল আলমগিরপুর(উত্তর প্রদেশ)।

[iv] মহেনজোদারােতে প্রাপ্ত পশুপতি মহাদেবের সিলটিতে5 টি পশুহাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ-এর ছবিআছে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.