সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য pdf – সৌরজগৎ প্রশ্ন ও উত্তর

সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য pdf – সৌরজগৎ প্রশ্ন ও উত্তর:

সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য pdf

  1. সৌরজগতের নিকটতম নক্ষত্র—প্রক্সিমা সেন্টওরি
  2. মিল্কিওয়ে (আকাশগঙ্গ) ছায়াপথের উজ্জ্বলতম নক্ষত্র – সিরিয়াস (অপর নাম ডগ স্টার)
  3. নীল গ্রহ (Blue planet)—পৃথিবী
  4.  লাল গ্রহ (Red planet)—মঙ্গল
  5. হলুদ গ্রহ (Yellow planet) – শুক্র
  6. পৃথিবীর যমজ গ্রহ — শুক্র
  7. ‘গ্রেট রেড স্পট’ দেখা যায় যে গ্রহে — বৃহস্পতি
  8. শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয় যে গ্রহকে —- শুক্র।
  9. যে যে গ্রহে বলয় দেখা যায় — বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং ও নেপচুন
  10. সূর্যের ব্যাস — প্রায় 13 লক্ষ 92 হাজার কিমি (পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ)
  11. সূর্যের আয়তন — পৃথিবীর আয়তনের প্রায় 13 লক্ষ গুণ
  12. সৌরজগতের অন্তঃস্থ গ্রহগুলি হল – মঙ্গল, পৃথিবী, বুধ ও
  13. শুক্র এবং বহিঃস্থা গ্রহগুলি হল – শনি, বৃহস্পতি, ইউরেনাস।
  14. প্লটো – বামন গ্রহ
  15. পৃথিবীর একমাত্র উপগ্রহ – চাঁদ
  16. কমলের উপগ্রহ — ফোবােস ও ডিমােস
  17. পৃথিবীর আকৃতি – অভিগত গােলক, জিওয়েড (Geoid)
  18. সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে — ৪ মিনিট 20 সেকেন্ড
  19. পৃথিবীর নিজের মেরুরেখার চারদিকে একবার পাক খেতে সময় লাগে (আহ্নিক গতি) –— 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড
  20. সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে (বার্ষিক গতি) — 365 দিন 5 ঘণ্টঃ 48 মিনিট 46 সেকেন্ড
  21. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব — 3 লক্ষ 84 হাজার 400 কিমি
  22. পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাদের সময় লাগে — 27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11 সেকেন্ড
  23. সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন — এরাটোসথেনিস
  24. পৃথিবীর বয়স — প্রায় 4.6 বিলিয়ন বছর

সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য pdf

File Name: সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য

File Type: Pdf

File Size: 55 kb

Download Link: Click Here

Faq সৌরজগৎ প্রশ্ন ও উত্তর

বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি ?

Ans: বর্তমানে সৌরজগতের আবিষ্কৃত গ্রহের সংখ্যা আটটি। সেগুলো হচ্ছে—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?

Ans : বুধ।

সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি ?

Ans : শুক্র ।

সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি ?

Ans : প্লুটোকে গ্রহ হিসেবে অযোগ্য ঘোষণার পর থেকে, নেপচুনকে সবচেয়ে শীতল গ্রহ হিসেবে ধরা হয়।

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি ?

Ans : শনি

সবচেয়ে গরম গ্রহ কোনটি ?

Ans : শুক্র ।

সবচেয়ে বড় গ্রহ কোনটি ?

Ans : সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি (Jupiter).

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.