অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় ? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় ? Ans: এই পুরস্কারটি 1961 সালে সর্বপ্রথম প্রদান করা হয়। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? Ans: এই পুরস্কারটি ভারত সরকার প্রদান করে সেইসব ক্রীড়াব্যক্তিত্বকে যারা সংশ্লিষ্ট ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এক্ষেত্রে পুরস্কার প্রাপকের যোগ্যতা তিনটি পরিধির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে— অলিম্পিক / এশিয়ান গেমস্ / কমনওয়েলথ গেমস্ …