অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় ? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় ? Ans: এই পুরস্কারটি 1961 সালে সর্বপ্রথম প্রদান করা হয়। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? Ans: এই পুরস্কারটি ভারত সরকার প্রদান করে সেইসব ক্রীড়াব্যক্তিত্বকে যারা সংশ্লিষ্ট ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এক্ষেত্রে পুরস্কার প্রাপকের যোগ্যতা তিনটি পরিধির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে— অলিম্পিক / এশিয়ান গেমস্ / কমনওয়েলথ গেমস্ …

Read more

এশিয়ান গেমস & কমনওয়েন্সথ গেমস General Knowledge (GK)

এশিয়ান গেমস & কমনওয়েন্সথ গেমস General Knowledge এশিয়ান গেমস General Knowledge এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় 1951 সালে নিউ দিল্লিতে এবং এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে। 2010 সালে চিনের গুয্যাংঝু শহরে, 2014 সালে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ানে এশিয়াড অনুষ্ঠিত হয়। 2018 সালের 18 তম এশিয়াড বা এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জার্কাতা এবং পালেমবং-এ।  …

Read more

Sports GK Questions in Bengali 2021 with Pdf File

Sports GK Questions in Bengali: Hello Friends, Today on this Article i am sharing 20+ General Awareness/GK Sports Important Questions In Bengali Sports GK Questions in Bengali If you are preparing for Competitive Government Exam, Like WBP, WBPSC, Railway Group d, NTPC and Others Exam then those question are very Important for your any Govt …

Read more