ভুট্টা কী জাতীয় উদ্ভিদ? ভুট্টা চাষের উপযুক্ত সময় ? ভুট্টা চাষের জন্য কীরূপ মৃত্তিকার প্রয়োজন হয়?
উত্তর:
ভুট্টা গাছের প্রকৃতি: ভুট্টা একবর্ষজীবী, বীরুৎ জাতীয়, একবীজপত্রী, সপুষ্পক, দানাশস্য উৎপাদনকারী উদ্ভিদ।
চাষের সময়: ভুট্টার চাষ হয় চৈত্র-বৈশাখ মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত।
উপযোগী মৃত্তিকা: ভুট্টা চাষের জন্য উত্তম জল-নিকাশিযুক্ত দোআঁশ মৃত্তিকার প্রয়োজন হয়।