ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা করো:- ভূমিকা : ১৮৪৮ খ্রিস্টাব্দের ক্লান্ত ও বিরক্ত ফ্রান্সের দীর্ঘশ্বাস হল ফেব্রুয়ারি বিপ্লব। এই বিপ্লবের ফলে জুলাই তন্ত্রের অবসান ঘটে এবং সর্বসাধারণের ভােটাধিকারের ভিত্তিতে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়।
ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল গুলি
ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট/কারণ : ফেব্রুয়ারি বিপ্লব সংগঠনের কারণগুলি হল-
১. খাদ্য সংকট : ১৮৪৬-৪৭ খ্রিস্টাব্দের খাদ্য সংকট জুলাই রাজতন্ত্রের পতনের অন্যতম প্রধান কারণ।
২. শিল্পে মন্দা : খাদ্য সংকটের কারণে খাদ্যের দাম বাড়লে মানুষজনের শিল্পদ্রব্য ক্রয়ের ক্ষমতা হ্রাস পায়। এজন্য শিল্পে মন্দা দেখা দেয়। যার ফলশ্রুতি হিসাবে লুই ফিলিপের পতন ঘটে।
৩. শ্রমিক অসন্তোষ : ফ্রান্সে শ্রমিক শ্রেণি অত্যন্ত দূরাবস্থার মধ্যে দিন কাটাত। লুই ফিলিপ শ্রমিক কল্যাণমূলক কোনরূপ পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে শ্রমিকশ্রেণি প্রজাতন্ত্রীদের সঙ্গে যােগ দিয়ে বিদ্রোহের জন্য গুপ্তসমিতি গঠন করে।
৪. লুই ফিলিপের ব্যক্তিত্বের অভাব : ফ্রান্সের ন্যায় দেশ শাসন করতে যে প্রতিভা ও ব্যক্তিত্বের প্রয়ােজন ছিল, তা লুই ফিলিপের ছিল না।
৫. প্রত্যক্ষ কারণ : সমগ্র ফ্রান্সে আইনসভার দুর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ক্ষুব্ধ জনতার একটি অংশ প্রধানমন্ত্রী গুইজো -র বাসভবনের সামনে বিক্ষোভ দেখালে সরকারী রক্ষীবাহিনী তার উপর গুলি চালায়।
ফলে বিক্ষোভ চরমে পৌছায়। উপায়ান্তর না দেখে ২৪শে ফেব্রুয়ারি রাজা লুই ফিলিপ পদত্যাগ করেন।
ফলাফল/প্রভাব : ১৮৪৮-এর বিপ্লব সমগ্র ইউরােপকে প্লাবিত করে। যেমন—
১. ফ্রান্সে প্রভাব : (i) বিপ্লবসূত্রে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। (ii) সকলের ভােটাধিকার স্বীকৃতি পায়, এবং (i) নতুন প্রজাতান্ত্রিক সরকার দাস প্রথার বিলােপ ঘটান।
২. ফ্রান্সের বাইরে : (i) বিপ্লবসূত্রে ইতালিতে ম্যাসিনির নেতৃত্বে প্রজাতান্ত্রিক মুক্তিযুদ্ধ শুরু হয়। (iii) জার্মানি গণআন্দোলনে উত্তাল হয়ে উঠে। (iii) অস্ট্রিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর হয় এবং মেটারনিক তন্ত্রের অবসান ঘটে।
উপসংহার : পরিশেষে উল্লেখ্য, ১৮৪৮ থেকে জনতার যুগ শুরু হয়। আর বিপ্লবী আন্দোলনে জনতায় অগ্রগামী হয়ে উঠে।