তরঙ্গ ও শব্দ mcq Questions and Answers

তরঙ্গ ও শব্দ mcq:

1. শব্দের কম্পাঙ্কের একক হচ্ছে—

(A) Hz

(B) cm.s-1

(C) Mm

উত্তর: (A)

2. শব্দ যে ধরনের তরঙ্গের মাধ্যমে বায়ুতে বিস্তার লাভ করে সেটি হল-

(A) তির্যক তরঙ্গ

(B) তড়িচ্চুম্বকীয় তরঙ্গ

(C) অনুদৈর্ঘ্য তরঙ্গ

উত্তর: (C)

3. সুরবর্জিত শব্দ হল—

(A) সেতারের শব্দ

(B) পটকার শব্দ

(C) বাঁশির শব্দ

উত্তর: (B)

4. স্বনকের আকার বাড়লে শব্দের প্রাবল্য—

(A) কমে

(B) একই থাকে।

(C) বাড়ে

উত্তর: (C)

5. সূর্যে অনবরত বিস্ফোরণ হলেও পৃথিবীতে ওই শব্দ শােনা যায় না, কারণ—

(A) শব্দ এত দূর আসতে পারে না

(B) মহাকাশে শব্দ শােষিত হয়

(C) সূর্য ও পৃথিবীর মাঝে অধিকাংশ স্থানে জড় মাধ্যম নেই

উত্তর: (C)

6. বায়তে শব্দের বেগ 340 m.s-1 উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য 17 cm হলে সুনকের কম্পাঙ্ক হবে-

(A) 20 Hz

(B) 2000 Hz

(C) 1 MHz

উত্তর: (B)

7. শব্দের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে ওই শব্দের তীক্ষ্ণতা

(A) কমে

(B) বাড়ে

(C) একই থাকে

উত্তর: (A)

8. চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা –

(A) জোরে শুনবেন।

(B) আদৌ শুনবেন না

(C) স্বাভাবিকভাবেই শুনবেন

উত্তর: (B)

9. স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্কের সুরটিকে বলে—

(A) সমমেল

(B) উপসুর

(C) মূলসুর

উত্তর: (C)

10. কোনাে সুরের কম্পাঙ্ক 256 হলে এর পরবর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক হবে—

(A) 2048

(B) 512

(C) 128

উত্তর: (B)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.