WBP Constable Previous Year Mains Question Paper 2016

WBP Constable Previous Year Mains Question Paper 2016, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টবল বুক পিডিএফ 2015, পুলিশ কনস্টবল নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন ও উত্তর,

WBP Constable Previous Year Mains Question Paper 2016
WBP Constable Previous Year Mains Question Paper 2016

WBP Constable Previous Year Mains Question Paper 2016

আপনি এখান থেকে বিগত ২০১৬ সালের হওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টবল (WBP) পরীক্ষার পিডিএফ Question গুলি ডাউনলোড করতে পার, আপনি যদি এই বছর এর WBP Preliminary পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই Previous Year Question তোমার Main Exam এর Preparation জন্য খুবই গুরুত্বপূর্ণ,


1. দিল্লি সালতানাতের সিংহাসনে বসার একমাত্র মহিলা শাসক ছিলেন তার নামঃ

(A) জাহানারা

(B) মুমতাজ মহল

(C) নূর জাহান

(D) রাজিয়া সুলতানা

উত্তরঃ জিয়া সুলতানা

2. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্ররক্রিয়াটির নাম হলো

(A) উর্ধ্বপতন

(B) ঘনীভবন

(C) বাষ্পীভবন

(D) অবক্ষেপণ

উত্তরঃ উর্ধ্বপতন

Additional:

  • কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরকে গলন বলে,
  • তরল থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরকে বাষ্পীভবন বলে।
  • বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে ঘনীভবন বলে।
  • তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরের কঠিনীভবন বলে।

3. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে ?

(A) পাচ

(B) দুই

(C) চার

(D) তিন

উত্তরঃ চার

4. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলঃ

(A) পরশুরাম

(B) বীরবল

(C) বোনোফুট

(D) ভানুসিংহ

উত্তরঃ ভানুসিংহ

5. ” তথ্য জানার অধিকার আইন” কোন্‌ সালে পাস হয়?

(A) 1952

(B) 1977

(C) 2005

(D) 2000

উত্তরঃ 2005

6. FIR এর পূর্ণরূপ

(A) First Investigation Report

(B) First Information Report

(C) First Incident Report

(D) First Instance Report

উত্তরঃ First Information Report

7. কে ‘শের-এ-পা্জাব” নামে পরিচিত ছিলেন?

(A) ভগত সিং

(B) জয় প্রকাশ নারায়ণ

(C) লালা লাজপত রাই

(D) রাম মনোহর লোহিয়া

উত্তরঃ (C) লালা লাজপত রাই

8. নি্নলিখিত কোন্‌ রঙগুলিকে মৌলিক রঙ বলা হয় ?

(A) নীল, লাল, হলুদ

(B) লাল, হলুদ, সবুজ

(C) হলুদ, নীল, সবুজ

(D) লাল, নীল, সবুজ

উত্তরঃ (D) লাল, নীল, সবুজ (RGB)

9. “ঝুম” কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয়?

(A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন

(B) উত্তরপূর্ব ভারতের কৃষি কাজ

(C) উত্তরপূর্ব ভারতের উপজাতীয় দেবী

(D) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ

উত্তরঃ (B) উত্তরপূর্ব ভারতের কৃষি কাজ

10. একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নীচে এই ক্রমে কোন্‌ আলো দেখা যায়?

(A) লাল – ষরুজ – হলুদ

(B) সবুজ – হলুদ -লাল

(C) সবুজ – লাল – হলুদ

(D) লাল – হলুদ – সবুজ

উত্তরঃ (D) লাল – হলুদ – সবুজ

11. প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ঃ

(A) 5ই জুলাই

(B) 25শে জুন

(C) 5ই জুন

(D) 15ই জুন

উত্তরঃ (C) 5ই জুন

12. Computer Softwar- এ PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলঃ

(A) Portable Document Format

(B) Portable Digital Form

(C) Printable Digital Format

(D) Printable Document Format

উত্তরঃ (A) Portable Document Format

13. নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?

(A) গ্রীষ্মকালীন অধিবেশন

(B) শীতকালীন অধিবেশন

(C) বর্ষাকালীন অধিবেশন

(D) বাজেট অধিবেশন

উত্তরঃ (C) বর্ষাকালীন অধিবেশন

14. যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হলঃ

(A) পিটুইটারি গ্রন্থি

(B) থাইরয়েড গ্রি

(C) আড্রিনাল গ্রন্থি

(D) অগ্যাশয়

উত্তরঃ (A) পিটুইটারি গ্রন্থি

15. একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল “এআমার কাকার বাবার মেয়ের ছেলে”। তা হলে এ মেয়েটির সাথে এ ছেলেটির কী সম্বন্ধ আছে?

(A) ভাইপো

(B) পিসতুত ভাই

(C) ভাই

(D) জামাই

উত্তরঃ (B) পিসতুত ভাই

16. সবচেয়ে বেশী জনসংখ্যা ঘনত্পূর্ণ রাজ্যটি হলো

(A) পশ্চিমবঙ্গ

(B) বিহার

(C) উত্তরপ্রদেশ

(D) মহারাষ্ট্র

উত্তরঃ (B) বিহার

17. ভারতে, অর্থের সরবরাহ নিয়ন্ত্রিত হয় ?

(A) অর্থ মন্ত্রক

(B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

(C) অর্থ কমিশন

(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা

উত্তরঃ (B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

18. সত্যজিৎ রায় ফিল্ম ত্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট কোথায় ?

(A) রাচি

(B) দিল্লী

(C) কলকাতা

(D) মুম্বাই

উত্তরঃ (C) কলকাতা

WBP Constable 2016 Mains Question Paper Pdf Download

File Name: WBP Constable 2016 Mains Question Paper

File Size: 5 MB

File Type: Pdf

Total Download: 100+

YearDownload Link
WBP Constable Main Previous Year Question 2013Click Here
WBP Constable Main Previous Year Question 2015Click Here
WBP Constable Main Previous Year Question 2016Click Here
WBP Constable Main Previous Year Question 2018Click Here
WBP Constable Main Previous Year Question 2019Click Here

1 thought on “WBP Constable Previous Year Mains Question Paper 2016”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.