WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র bengali pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন উত্তর

WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র: Hello বন্ধুরা, আমার এই নতুন ব্লগ Wbpgk.in এ তোমাদের সবাই কে সাগ্বত জানাই, তুমি যদি WBP Previous Year Question গুলির Pdf ডাউনলোড করতে চাও তাহলে তুমি এখন একদম ঠিক ওয়েবসাইট এ এসেছ, কেননা আজকের এই Article এ আমি WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র আলোচনা করবো,

WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র
WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র

WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র

তোমরা যারা WBP কনস্টেবল Recruitment ২০২০ এর জন্য অ্যাপ্লাই করেছিলে এবং Preliminary পরীক্ষা দিয়েছিলে তাদের পরীক্ষার রেজাল্ট শীঘ্রই বেরতে চলছে, সেই জন্য আগের থেকে মেইন পরীক্ষার ভালো করে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে WBP কনস্টেবল আগের ৫ বছরের সমস্ত প্রশ্নপত্র এই Article Share করছি,

WBP কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র এর কিছু এইখানে দেখেনিতে পার, আর সমস্ত পিডিএফ গুলি একদম নিচের দিকে আছে ।

প্রশ্ন. নীচে লেখা কোন্‌ বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা ?

  1. সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ।
  2. সামাজিক আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশ।
  3. মানবাধিকার সচেতনতা বৃদ্ধির কাজে সামাজিক নিযুক্তিকরণ।
  4. পুলিশের কর্তব্যাদি জনসাধারণের মধ্যে হস্তাত্তর-করণ।

Ans: সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ।

প্রশ্ন. নিম্নবর্ণিত কোন্টি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট?

  1. মোগা এয়ারপোর্ট, গোয়া
  2. নবী মুম্বাই এয়ারপোর্ট
  3. কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, Durgapur
  4. নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট, কলকাতা

Ans: কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, Durgapur

প্রশ্ন. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

  1. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. কেশবচন্দ্র সেন
  4. রাজা রামমোহন রায়

Ans: রাজা রামমোহন রায়

প্রশ্ন. আজ সোমবার। 61 দিন পরের বারটি কি হবে ?

  1. বুধবার
  2. শনিবার,
  3. মঙ্গলবার
  4. বৃহস্পতিবার

Ans: শনিবার

প্রশ্ন. কলকাতায় মেট্রোরেল পরিষেবা চালু হয় কত সালে ?

  1. 1984 সালে
  2. 1981 সালে
  3. 1975 সালে
  4. 1979 সালে

Ans: 1984 সালে

প্রশ্ন. সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট

  1. হাইড্রোজেন ও হিলিয়াম
  2. হাইড্রোজেন ও নিয়ন
  3. হাইড্রোজেন ও জেনন
  4. হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্জাইড

Ans: হাইড্রোজেন ও হিলিয়াম

প্রশ্ন. নিক্বরণিত কোন্‌ রোগটি ব্যাকটেরিয়া দ্বার সৃষ্টি হয় না ?

  1. টাইফয়েড
  2. ইনফ্লুয়েঞ্জা
  3. ডিপথেরিয়া
  4. কলেরা

Ans: ইনফ্লুয়েঞ্জা

প্রশ্ন. ‘ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত?

  1. বেঙ্গালুরু
  2. হায়দ্রাবাদ
  3. নাগপুর
  4. দেরাদুন

Ans: হায়দ্রাবাদ

প্রশ্ন. একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে 35কিমি ভ্রমণ করল এবং তারপর সে বামদিকে ঘুরে গেল এবং আরও 20কিমি ভ্রমণ করল। সবশেষে সে পুনরায় বামদিকে ঘুরে গেল এবং 35 কিমি ভ্রমণ করল। যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কোন দিক- এ অবস্থান করছে?

  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর,
  4. দক্ষিণ

Ans: পূর্ব

প্রশ্ন. কম্পিউটার পরিভাষা অনুযায়ী (TB) এর অর্থ

  1. Tetrabyte
  2. Terabyte
  3. Terabit
  4. Tetrabit

Ans: Terabyte

প্রশ্ন. নিম্নবর্তী কোন্‌ মহাপুরুষের জম্মদিনে ‘ন্যাশনাল ইয়ুথ ডে” উদ্যাপিত হয়?

  1. ক্ষুদিরাম বোস
  2. ভগত সিং
  3. সুভাষচন্দ্র বোস
  4. শ্বামী বিবেকানন্দ

Ans: শ্বামী বিবেকানন্দ

প্রশ্ন. নিম্নবর্তী কোন্‌ পদধিকারী ভারতের রাষ্রপতি দ্বরা নিযুক্ত হন ?

  1. আাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
  2. Comptroller and Auditor জেনারেল অফ ইন্ডিয়া
  3. রাজ্যের রাজ্যপাল
  4. উপরের সবকটিই

Ans: উপরের সবকটিই

প্রশ্ন. যদি একজন শ্রমিক প্রতি দু মিনিটে 15 টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি তিন মিনিটে 15 টি বাক্স পাপে পারেব দুর একসদে কন শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত সময় লাগবে?

  1. 10
  2. 12
  3. 24
  4. 30

Ans: 24

প্রশ্ন. কর্কট রেখা যে জেলার উপর দিয়ে গেছেঃ

  1. বুচবিহার
  2. মালদহ
  3. নদীয়া
  4. দক্ষিণ ২৪ পরগনা

Ans: নদীয়া

West Bengal Police (WBP) Constable Previous Year Question Paper PDF in Bengali

YearDownload Link
WBP Constable Main Previous Year Question 2013 Click Here
WBP Constable Main Previous Year Question 2015Click Here
WBP Constable Main Previous Year Question 2016Click Here
WBP Constable Main Previous Year Question 2018Click Here
WBP Constable Main Previous Year Question 2019Click Here

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.