NAM-এর পুরো কথা কি ? পঞ্চশীল নীতির যেকোনো একটি নীতি উল্লেখ করো ।

1. NAM এর পুরো কথা কি ?

Ans: Non-Aligned Movement

2. ১৯৪৫ খ্রিস্টাব্দে কোন্ মহাযুদ্ধের অবসান ঘটে?

Ans: ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান ঘটে।

3. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়?

Ans: ১৯৪৭ খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়।

4. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?

Ans:বার্নার্ড বারুচ প্রথম ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন।

5. দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরমাণু বোমার নাম লেখো।

Ans: ফ্যাট ম্যান হল দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহৃত পরমাণুবোমা।

6. কাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল?

Ans: সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডাযুদ্ধ হয়েছিল।

7. রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?

Ans: জর্জ সি. মার্শাল ছিলেন ট্রুম্যানের পররাষ্ট্র সচিব।

৪. ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমি সামরিক জোটের নাম কী?

Ans: ন্যাটো (NATO) হল ঠান্ডা লড়াইয়ের সময় গঠিত পশ্চিমি সামরিক জোট।

9. কোন্ বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বদেয়?

Ans: তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়।

10.জোটনিরপেক্ষতার ধারণার জন্ম কোথায় হয়?

Ans: ভারতীয় দর্শনের শান্তি, মৈত্রী ও পারস্পরিক সদ্ভাবেরনীতি ও আদর্শের মধ্যে জোটনিরপেক্ষতার জন্ম হয়।

11. জোটনিরপেক্ষতার মূল উৎস কী?

Ans: ১৯৫৫ খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হল জোটনিরপেক্ষতার মূল উৎস।

12. পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো।

Ans: পঞ্চশীল নীতির অন্যতম একটি নীতি হল অনাক্রমণ।

13. পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো।

Ans: পঞ্চশীল নীতির অন্যতম একটি নীতি হল অনাক্রমণ।

14. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ?

Ans: ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

15. কোন্ দশকের শেষে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?

Ans: ১৯৫০-এর দশকের শেষ দিকে নির্জোট আন্দোলন গড়ে ওঠে।

16. ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কী?

Ans: দেতাঁত হল ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা।

17. NATO কোন্ মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত?

Ans: আটলান্টিক মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে NATO গঠিত।

18. কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে?

Ans: গোর্বাচেভ এবং জর্জ বুশের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে।

19. কে ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় স্তর হিসেবে দেখেন না?

Ans: অধ্যাপক ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় স্তর হিসেবে দেখেন না।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.