Q. হরমোন কাকে বলে ?
Ans: যে জৈব রাসায়নিক পদার্থ কোনাে বিশেষ কোশসমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় উৎপন্ন হয়ে ওই গ্রন্থির কলারসে মুক্ত হয় অথবা রক্তের মাধ্যমে অন্যত্র পরিবাহিত হয়ে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয়ে যায়, তাকে হরমােন বলে।
যেমন—অক্সিন হরমােন।