ব্যাঙের জিহ্বার বৈশিষ্ট্য কি ?
উত্তর: 1. ব্যাঙের জিহ্বা সামনের দিকে যুক্ত থাকে এবং পেছনের দিকে উন্মুক্ত থাকে।
2. ব্যাঙের জিহ্বাটি চটচটে, মাংসল, রসসিক্ত ও সংকোচন-প্রসারণশীল।
3. ব্যাঙের জিহ্বায় কোনাে স্বাদকোরক থাকে না।
4. ব্যাং জিহ্বাটি উলটিয়ে মুখগহ্বরের বাইরে। এনে খাদ্যের ওপর ফেলে। খাদ্যদ্রব্য (কীটপতঙ্গ, কেঁচো, আরশােলা ইত্যাদি) আঠালাে জিহ্বায় আটকে গেলে ব্যাং তা মুখগহ্বরে টেনে নেয়।
5. মুখগহ্বরে কোনাে অখাদ্য প্রবেশ করলে ব্যাং জিহ্বার সাহায্যে খুব তাড়াতাড়ি তা বাইরে নিক্ষেপ করে।