Q. যকৃৎ মানে কি ?
Ans: যকৃৎ: যকৃৎ হল কুনোব্যাঙের পরিপাকতন্ত্রে অবস্থিত সবচেয়ে বড়ো গ্রন্থি। এটির রং গাঢ় বাদামি। এটি ডান, বাম এবং মধ্য খণ্ড নিয়ে গঠিত। এর বাম খণ্ডটি ডান খণ্ড অপেক্ষা বড়ো।
Q. যকৃৎ এর কাজ কী ?
Ans: কাজ : (1) যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরস স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে এবং শোষণে অংশ নেয়।
(2) যকৃতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে।
(3) যকৃতে নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং পুরোনো লোহিত রক্তকণিকা ধ্বংস হয়।