শ্বসন বলতে কি বুঝায় ?
Ans: যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের কোশস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিক জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয় এবং খাদ্যস্থ স্থিতিশক্তি গতিশক্তি বা তাপশক্তি রূপে মুক্ত হয় তাকে শ্বসন বলে।