প্যারোটিড গ্রন্থি কী ?:
উত্তর: প্যারােটিড বা প্যারাটয়েড গ্রন্থি: কুনােব্যাঙের পৃষ্ঠদেশে মাথা ও ধড়ের প্রায় সংযােগস্থলে অবস্থিত কর্ণপটহের ঠিক পেছন থেকে পিঠের ওপর পর্যন্ত বিস্তৃত দুটি লম্বা স্ফীত গ্রন্থিকে প্যারােটিড গ্রন্থি বা প্যারাটয়েড গ্রন্থি বলে।
প্যারোটিড গ্রন্থির কাজ কী?
কাজ: প্যারােটিড গ্রন্থি থেকে বিষাক্ত রস বের হয় যা পােকামাকড়ের ক্ষেত্রে ক্ষতিকারক। এটি কুনােব্যাঙকে আত্মরক্ষায় সহায়তা করে।