শৈবাল কাকে বলে ? শৈবাল এর বৈজ্ঞানিক নাম ?

Q. শৈবাল কাকে বলে ?

ক্লোরােফিল থাকায় যেসব সমাঙ্গদেহী উদ্ভিদ নিজেদের দেহে খাদ্য প্রস্তুত করতে পারে তাদের শৈবাল বলে।

শনাক্তকরণ বৈশিষ্ট্য

1)এরা এককোশী বা বহুকোশী সূত্রাকার এবং এরা প্রধানত জলে ভাসমান অবস্থায় থাকে ।

2)শৈবালের দেহে ক্লোরােফিল থাকায় এরা সবুজ এবং স্বভােজী হয় অর্থাৎ নিজেদের দেহে খাদ্য প্রস্তুত করতে পারে।

3) পেয়ালাকার, তারকাকার, পেঁচানাে ইত্যাদি বিভিন্ন আকৃতির ক্লোরােপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড দানা থাকে এবং সঞ্চিত খাদ্য হিসাবে শ্বেতসার থাকে।

4) বেশীরভাগ শৈবাল অঙ্গজ বা অযৌন জননের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করে।

শৈবাল এর বৈজ্ঞানিক নাম ?

বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ:

উদাহরণ বিজ্ঞানসম্মত নাম
1. ক্ল্যামাইডােমােনাস ক্ল্যামাইডােমােনাস ইন্টারমিডিয়া (Chlamydomonas intermedia)
2. স্পাইরােগাইরা স্পাইরােগাইরা ম্যাক্সিমা (Spirogyra maxima)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.