উত্তর: সিঙ্কোনার সাধারণ পরিচিতি সিঙ্কোনা গাছ দ্বিবীজপত্রী বৃক্ষজাতীয় উদ্ভিদ। এর কচিপাতা এবং ভাল লালচে রঙের হয়। কাণ্ডের শাখাপ্রশাখায় অজস্র পুষ্পমঞ্জরী দেখা যায়।
গাছগুলি লম্বায় (10-15) ফুট পর্যন্ত হয়। এর ফুলগুলি গােলাপি রঙের। এই গাছের ছালে ফাটল দেখা যায়। এই গাছের পরিণত কাণ্ডের ছাল থেকে কুইনাইন নামক উপক্ষার পাওয়া যায়। ভারতের পাহাড়ি অঞ্চলে এই উদ্ভিদ জন্মায়।
Q. সিঙ্কোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায় ?
সিঙ্কোনার ভেষজ গুণ ও ব্যবহার
(1) এই গাছের কাণ্ডের ছালের নির্যাস থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়া রােগের মহৌষধ।
(2) ম্যালেরিয়া মহামারির আকার ধারণ করলে নিয়মিত কুইনাইন সেবনে ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।
(3) কুইনাইন কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। ও সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বরেও কুইনাইন সেবন করলে উপকার পাওয়া যায়।
(5) বাতের বেদনায় কুইনাইন সাময়িক উপশম এনে দেয়।