শীতঘুম কাকে বলে ? April 29, 2022 by Ajay Murmu Q. শীতঘুম কাকে বলে ? উত্তর: কুনোব্যাং শীতল রক্তের প্রাণী। শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে গেলে, কুনোব্যাঙের দেহের তাপমাত্রা কমে যায়। তাই এরা সারা শীতকাল গর্তের মধ্যে নিশ্চল অবস্থায় থাকে। একে শীতঘুম বলে।