সাইনাস ভেনোসাস কাকে বলে ? June 25, 2022 by Ajay Murmu উত্তর: হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট কালচে রঙের থলির ন্যায় ত্রিকোণাকার প্রকোষ্ঠকে সাইনাস ভেনোসাস বলে। দুটি ঊর্ধ্ব মহাশিরা ও একটি অধঃমহাশিরার মিলনে গঠিত ত্রিভুজাকার সাইনাস ভেনোসাস সারা দেহের শিরা রক্ত সংগ্রহ করে।